শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? ঠিক তেমন ভাবেই শত চেষ্টা করলেও প্রেগন্যান্সির খবরও চেপে রাখা যায় না। তবে মাঝে মাঝে যে গুজব রটে যায় অভিনেত্রীদের নিয়ে সেটা আবার সবসময় ঠিক হয় না। সম্প্রতি শোনা গিয়েছিল যে পরিণীতি চোপড়া নাকি গর্ভবতী। আর এই সমস্ত জল্পনা উসকে যায় চমকিলা ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের পর। এই অনুষ্ঠানে পরিণীতি চোপড়া একটি কালো রঙের কাফতান ড্রেস পরে এসেছিলেন। আর তারপরই তিনি সমস্ত গুজবে জল ঢেলে ব্যঙ্গাত্মক ভাবে জানান তিনি এই পোশাকে তাঁর বেবি বাম্প লুকাচ্ছিলেন।
আরও পড়ুন: 'দূরে থাকা এবার অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতেই অভিনেতার স্ত্রী বললেন কী?
আরও পড়ুন: 'মা-বাবার সঙ্গে কি আর...' দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া?
গর্ভবতী হওয়ার খবর নিয়ে কী বললেন পরিণীতি?
এদিন ইনস্টাগ্রামের স্টোরিতে পরিণীতি চোপড়া তাঁর প্রতিক্রিয়া জানান এই গর্ভবতী হওয়ার গুজব নিয়ে। সেখানে তিনি হাসির একটি ইমোজি সহ লেখেন, 'কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টিশার্ট মানেই গর্ভবতী। ঢিলেঢালা কুর্তি মানেই গর্ভবতী।' তবে চমকিলার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান নয় কেবল, কয়েক সপ্তাহ আগেও রটে গিয়েছিল যে পরিণীতি চোপড়া নাকি গর্ভবতী।

প্রেগন্যান্সি নিয়ে কী জানিয়েছেন পরিণীতি চোপড়া?
কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাঘব চাড্ডা, পরিণীতির বর জানিয়েছেন অভিনেত্রী বর্তমানে তাঁর কাজেই সম্পূর্ণ ফোকাস রাখতে চাইছেন। রাঘবের কথায়, 'গর্ভবতী হওয়ার খবরটা সত্য নয়। ও এখন বিভিন্ন শহরে দৌড়ে বেড়াচ্ছে কাজ এবং ব্যক্তি কিছু বিষয়ের জন্য। কে কী পোশাক পরছে সেটা দেখে সে গর্ভবতী কিনা বোঝা যায় না।'
পরিণীতির আগামী প্রজেক্ট
পরিণীতিকে আগামীতে চমকিলায় দেখা যাবে। এআর রহমান এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। ইরশাদ কামিল সমস্ত গানের কথা লিখেছেন। তামাশার পর প্রায় ৯ বছর বাদে আবার রহমান ইরশাদ ইমতিয়াজ আবার একসঙ্গে কাজ করলেন এই ছবিটিতে। এখানে মুখ্য ভূমিকায় থাকবেন পরিণীতি ছাড়া থাকবেন দিলজিৎ দোসাঁঝ। এটির পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি। তবে বড় পর্দায় মুক্তি পাবে না এই ছবিটি। বরং নেটফ্লিক্সে আসছে এটি। মুক্তি পাবে ১২ এপ্রিল।