সোমবার থেকে স্টার জলসার পর্দায় শুরু হচ্ছে ‘শুভ বিবাহ’। এই মেগার সঙ্গে টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন সোনামণি সাহা। এক্কা দোক্কার পর ফের জলসার পর্দায় সোনামণি। সঙ্গী হানি বাফনা। ছবির প্রথম দুই প্রোমো রীতিমতো সাড়া ফেলেছে। আরও পড়ুন-খারাপ লাগা তো আছেই..’, মালিনীর হাতে খুন দোয়েল! 'মন দিতে চাই' থেকে সরলেন শ্রীতমা
ডিভোর্সি সোনামণির বিয়ে ভেস্তে যাচ্ছে শুধুমাত্র একটা কারণে, তাঁর অতীত। অথচ সেই কথা লুকিয়ে বিয়ে করতে রাজি নয় সে। জীবনের এমনই এক মোড়ে সুধার দেখা হবে তেজের সঙ্গে। কীভাবে মিলবে দুজনের মন, সেই নিয়েই অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন মেগা। টেলিপাড়ায় জোর জল্পনা শুভ বিবাহ-র সঙ্গেই ছোটপর্দায় ফিরবেন আরও এক নায়িকা।
জল্পনা, মন দিতে চাই-এর দোয়েল অর্থাৎ শ্রীতমা মিত্রকে নাকি দেখা যাবে ‘শুভ বিবাহ’র সেকেন্ড লিড হিসাবে। এই মেগায় তেজের বান্ধবীর চরিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু সত্যি কি তাই? গুঞ্জন নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলায় মুখ খুললেন শ্রীতমা। অভিনেত্রী বলেন, ‘আমি সত্যি জানি না কারা বলছে আমি এই মেগার সেকেন্ড লিড। আমি শুভ বিবাহ করছি না। আমি এই মেগার অংশ নই’।
‘এটা অন্যায়’, সোনামণি-হানির শুভ বিবাহের দিনক্ষণ জানিয়ে দিল জলসা! ৯ মাসে বন্ধ হচ্ছে এই হিট মেগা?