বাংলা নিউজ > বায়োস্কোপ > Vivek Agnihotri-The Kashmir Files:হিন্দু পণ্ডিতদের কথা আবারও উঠে আসবে পর্দায়? দ্য কাশ্মীর ফাইলস ২ নিয়ে কী বললেন বিবেক?
পরবর্তী খবর
Vivek Agnihotri-The Kashmir Files:হিন্দু পণ্ডিতদের কথা আবারও উঠে আসবে পর্দায়? দ্য কাশ্মীর ফাইলস ২ নিয়ে কী বললেন বিবেক?
1 মিনিটে পড়ুন Updated: 25 Sep 2023, 09:41 AM ISTSubhasmita Kanji
Vivek Agnihotri-The Kashmir Files: ২০২২ সালে মুক্তি পায় দ্য কাশ্মীর ফাইলস। আর কোভিডের পর যে কটা ছবি মারাত্মক ভাবে হিট করেছিল এটা তার অন্যতম। প্রায় ৩০০ কোটির ব্যবসা করে ছবিটি।
দ্য কাশ্মীর ফাইলস ২ নিয়ে কী বললেন বিবেক?
কোভিডের পর একটা সময় পর্যন্ত দর্শকরা হল বিমুখ ছিলেন। হলে যেতে ভয় পাচ্ছিলেন। এমনকি OTT মাধ্যমের উত্থানের জন্য বদলে গিয়েছে তাঁদের স্বাদও। ভালো কন্টেন্ট না হলে ছবি মোটেই সাড়া পাচ্ছে না বক্স অফিসে। এমন সময় দাঁড়িয়ে প্রথম দিকে যে কটা ছবি তুমুল ব্যবসা করেছিল, সুপারহিট হয়েছিল সেগুলির অন্যতম হল বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস। ২০২২ সালে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করে। এরপরই নাকি একাধিক প্রযোজনা সংস্থা পরিচালকের কাছে আসেন এই ছবির দ্বিতীয় ভাগ বানানোর দাবি নিয়ে।
গলাট্টা প্লাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী জানান একাধিক প্রযোজনা সংস্থা এবং নামজাদা সব তারকারা তাঁকে দ্য কাশ্মীর ফাইলস ছবির সিক্যুয়েল বানানোর কথা বলেছেন। তিনি তাঁর কথায় আরও দাবি করেন যে তাঁকে প্রযোজকরা ৩০০ কোটি টাকা পর্যন্ত অফার করেছেন এই ছবির জন্য। তবে নিজেকে সেই লোভ থেকে দূরেই রেখেছেন তিনি।
বিবেকের কথায়, 'আমি ওই ফাঁদে পড়তে চাই না। কাশ্মীর ফাইলসের পর প্রায় প্রত্যেক প্রযোজক সংস্থার তরফে আমায় ২০০-৩০০ কোটি টাকা দিতে রাজি ছিল। এমনকি একাধিক তারকারা আমায় ফোন করে জানিয়েছেন যে তাঁরা দ্য দিল্লি ফাইলস বা দ্য কাশ্মীর ফাইলস ২ হলে সেখানে অভিনয় করতে চান।'