ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হল নতুন ছ'টি ছবির মুক্তির তারিখ। 'খেলা যখন' এবং ‘ব্যোমকেশ’-এর জন্য এসভিএফ ও ক্যামেলিয়া আগেই জুটি বেঁধেছিলেন। সেই দুটি ছবি মুক্তির দিন আগেই ঘোষণা হয়েছিল এসভিএফের তরফে। এই দুই ছবিরই পরিচালনায় অরিন্দম শীল।
এবার আরও চারটি ছবির মুক্তির দিন ঘোষণা হয়েছে বুধবার। সেগুলি হল 'তীরন্দাজ শবর', 'ইস্কাবনের বিবি', 'অতি উত্তম' ও 'মায়াকুমারী'। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত 'তীরন্দাজ শবর' মুক্তি পাচ্ছে চলতি বছরের ২৭ মে। ৩০ ডিসেম্বর মুক্তি পাবে 'অতি উত্তম'। এই ছবির পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। ১৭ জুন মুক্তি পাবে 'মায়াকুমারী'। ছবিতে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রজতাভ দত্ত, অরুণিমা ও সৌরসেনীরা।

১৬ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে 'ইস্কাবনের বিবি'। এই ছবির পরিচালনায় অরিন্দম শীল। থ্রিলারধর্মী এই ছবিতে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অরুণিমা ঘোষ। অপর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ তৃণা সাহা। এই ছবির মাধ্যমে অরুণিমা ঘোষের সঙ্গে অরিন্দমের হাত ধরে বড় পর্দায় তৃণা।