কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের আওয়ায় মামলা করা যেতে পারে।𝔉 জ্যাকলিন ফার্নান্দেজ অর্থনৈতিক সুবিধার জন𓆏্য কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ ছিলেন না; তাই তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করা যায় না, মঙ্গলবার দিল্লি হাইকোর্টে যুক্তি দিলেন অভিনেত্রীর আইনজীবী।
এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বলিউড অভিনেত্রী জ্যাক♚লিন ফার্নান্দেজের বিরুদ্ধে তাঁদের আনা আর্থিক প্রতারণা মামলা ন♌িয়ে নিজেদের যুক্তি পেশ করবে আালতের সামনে।
আরও পড়ুন: ২য় বিয়ের পর সন্তানদের ‘অবহেলার’ দায় চেপেছিল, দেন কড়া জবাবও! প্রথম বিবাহ বার্ষিক🧸ীতে পরমকে কী বললেন পিয়া
বিচারপতি অনীশ দয়াল ইডির বিশেষ ꦛপরামর্শদাতার জমা দেওয়া বক্তব্য শোনার জন্য বিষয়টি ত♒ালিকাভুক্ত করেছেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩ ডিসেম্বর।
জ্যাকলিনের আইনজীবীরা যা বললেন
সিনিয়র অ্যাডভো🌸কেট সিদ্ধার্থ আগরওয়াল, আইনজীবী প্রশান্ত পাতিল এবং শক্তি পাণ্ডে জ্যাকলিন ফার্নান্ডেজের পক্ষে সওয়াল করেন। আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জোহেব হোসেন।
আরও পড়ুন: শু♎ধু ননদ নয়, ঐশ্বর্যর ‘বনিবনা’ নেই দাদার বউয়🍌ের সঙ্গেও, বউদি নামী ইনফ্লুয়েন্সার
একজন প্রবীণ আইনজীবী বলেন যে, য🍎খন কোনও ব্যক্তি অপরাধমূলক কার্যকলাপ থেকে অর্থনৈতিক সুবিধা অর্জন করে, যা একটি তফসিলভুক্ত অপরাধ, তখন সেই ব্যক্তির বিরুদ্ধে আর্থিক প্রতারণার জন্য মামলা করা যেতে পারে। জ্যাকলিন ফার্নান্ডেজ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ ছিলেন না।
আরও পড়ুন: মদ্যপ গাড়ির চালক, 🌸নামী পরিচালকের ১৮ বছরের ছেল⭕ের মৃত্যু হল পথ দুর্ঘটনায়
সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে তিনি যে উপহার পেয়েছিলেন, তা যে ২০০ কোটি টাকার অপরাধ থেকে এসেছে তা তিনি জানতেন না। ♈অদিতি সিং এফআইআর নথিভুক্ত করার পরে তোলাবাজির অপরাধটি প্রকাশ্যে আসে।
জ্যাকলিনের নামে ইডি-র আনা অভিযোগ
এদিকে সলমন কানের কিক ছবির নায়িকার নামে ইডি-র অভিযোগ, জেনেশুনেই নিজেকে এই কনম্যানের সঙ্গে যুক্ত করেন অভিনেত্রী, আর্থিক সুবিধে নেন। এবং বেশ কয়েকবার ইচ্ছে করে ভুল তথ্য দিয়ে মামলা বিপথে চালানোরও চেষ্টা করেছেন। এমনকী, দুজনে প্রেম সম্পর্কে ছিলেন এমনটাও উঠে আসছে বিভিন্ন মহল থেকে। দুজনের ঘনিষ্ঠ বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে নানা স🦋ময়ে। একটিতে তো আবারজ্যাকলিনের গালে, ঘাড়ের কাছে লাভ বাইটও দেখা গিয়েছিল। সেই ছবিটিও ছিল বিছানায় নেওয়া একটি সেলফি, তাতে অভিনেত্রীর সঙ্গে ফ্রেমবন্দি ছিলেন সুকেশও।