সুইৎজারল্যান্ড থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। দুই ছেলেকে নিয়ে ২০২৩ সালের শেষে বিদেশে বেড়াতে গিয়েছিলেন তারকা ܫদম্পতি। ৩ জানুয়ারি সকাল সকাল মুম্বই বিমানবন্দরে লেন্সবন্দি হন পতৌদি দম্পতি।
বিমানবন্দরে করিনা, সইফ, তৈমুর, জেহ
মুম্বই বিমানবন্দরে নেমে জেহ-এর হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন বেবো। বাবা সইফের পাশে পাশে হাঁটছিল তৈমুর। ভ্রুঁ কুঁচকে এ দিন পাপারাৎজ্জির দিকে তাকিয়ে হাতও নেড়েছেন ছোট্ট জেহ। এ দিন তাঁদের চারজনেরই দেখা মিলেছে ক্যাজুয়াল পোশাকে। আরও পড়ুন: বোন খুশিই নাকি বড় দিদির মতো আচরণ করে, করণের কাউচে বসে কেন এমন মন্তℱব্য জাহ্ন🦄বীর