সদ্য ৩ মাসের মেয়েকে নিয়ে পেলিং থেকে ঘুরে ফিরেছেন। এরপর নতুন বছর শুরুর আগেই শ্যামসুন্দরী মন্দিরে পুজো দিলেন কাঞ্চন-শ্রীময়ী। মন্দিরের সামনে স্ত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিকের সঙ্গে ছবিও তুলে পোস্ট করেছেন বিধায়ক-অভিনেতা। মঙ্গবার রাতে সেই ছবি পোস্ট করেই সকলকে নতুন বছরের শুভচ্ছা জানিয়েছেন কাঞ্চন মল্লিক।
কাঞ্চন মল্লিকের সেই পোস্টের ক্যাপশান ছিল ‘মায়ের আশীর্বাদে নতুন বছর সকলের খুব ভালো হোক, জয় মা শ্যামসুন্দরী’। কিন্তু কোথায় রয়েছে এই কালী মন্দির?
এই শ্যামসুন্দরী কালী মন্দির রয়েছে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে। অনেকেরই বিশ্বাস এই মন্দির খোদ জীবন্ত কালীর। এই মন্দিরে মেয়ে রূপে পূজিত হন শ্যামসুন্দরী মা। তাই এই মন্দিরে অম্ববাচি পালিত হয় না, আবার বলি প্রথাও নেই। তাই মন্দিরের ভোগে মাছ-মাংস নিষিদ্ধ। তবে ভক্তদের বিশ্বাস মা শ্যামসুন্দরী কখনও খালি হাতে ফিরিয়ে দেন না। ভক্তের কাতর প্রার্থনায় সাড়া দেন তিনি। পূরণ হয় মনোবাঞ্ছাও। আবার এখানে দেবীর গা ঘেঁষেই রয়েছে জগন্নাথ-বলরাম-সুভদ্রা। আবার শ্যামসুন্দরীর পাশের ঘরেই রয়েছেন ভৈরব। উত্তর কলকাতার সেই সুকিয়াস্ট্রিটের মন্দিরেই পুজো দিতে গিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী।
আরও পড়ুন-ব্য়াটে রান নেই, অনুষ্কার হাত ধরে সিডনিতে পার্টিতে মডে বিরাট, সঙ্গে আর কে?