বাংলা নিউজ > বায়োস্কোপ > Kar Kache Koi Moner Kotha: ছোট ছেলের পাশাপাশি বৌমা শিমুলের দ্বিতীয় বিয়ে দেবেন মধুবালা! পাত্র কে?
পরবর্তী খবর
Kar Kache Koi Moner Kotha: ছোট ছেলের পাশাপাশি বৌমা শিমুলের দ্বিতীয় বিয়ে দেবেন মধুবালা! পাত্র কে?
1 মিনিটে পড়ুন Updated: 17 Nov 2023, 07:51 PM ISTSubhasmita Kanji
Kar Kache Koi Moner Kotha: কার কাছে কই মনের কথা ধারাবাহিকে এখন আবার নতুন টানটান মোড় আসতে চলেছে। শিমুলের দ্বিতীয় বিয়ে দেবেন নাকি তাঁর শাশুড়ি?
বৌমা শিমুলের দ্বিতীয় বিয়ে দেবেন মধুবালা!
কার কাছে কই মনের কথা ধারাবাহিকে এখন শিমুল এবং তার শাশুড়ির সমীকরণ সবার মনে ধরেছে। পরিণাম দেখা যাচ্ছে টিআরপিতে। একেবারে বেঙ্গল টপার হয়ে বসে রয়েছে এই ধারাবাহিক। আর হবে নাই বা কেন একেবারে সাপে নেউলে সম্পর্ক থেকে মা মেয়ে হয়ে উঠেছে শিমুল এবং তার শাশুড়ি। এবার আবারও একটা টানটান মোড় আসতে চলেছে এই ধারাবাহিকের গল্পে।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো
সদ্যই স্টার জলসার তরফে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে মধুবালা বিয়ের বাজার করে বাড়ি ঢুকে বলছেন, 'জোড়া বিয়ের বাজার করে আনলুম গো।' অবাক হয়ে যখন শিমুল জানতে চায় জোড়া বিয়ে কেন, তিনি জানান পলাশ এবং প্রতীক্ষার তো বিয়ে হবেই। সঙ্গে তিনি শিমুলের বিয়ে দেবেন এবার। মধুবালা স্পষ্ট করে দেন তিনি শতদ্রুর সঙ্গে এবার শিমুলের বিয়ে দেবেন। পরাগ কিছু বলতে এলে তাকেও তিনি সাফ সাফ বলে দেন পরাগ নয়, তাকে বরং শিমুল ডিভোর্স দেবেন। আগামী ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর এই ধারাবাহিকের বিশেষ পর্বগুলো সম্প্রচারিত হবে।