বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif-Kareena: ‘যতক্ষণ না আপনার সঙ্গে…’ সইফের উপর হামলার পর ডিভোর্স নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করিনার, ব্য়াপার কী?
পরবর্তী খবর
সইফ আলি খানের উপর হামলার ঘটনা নিয়ে কিছু কম চর্চা হচ্ছে না। ঘটনার দিন করিনা কোথায় ছিলেন? করিনা কেন সইফের সঙ্গে ছিলেন না, এসব নিয়ে নিয়ে উঠছে নানান প্রশ্ন। এদিকে এসবেরই মাঝে সোশ্য়াল মিডিয়ায় হঠাৎই রহস্য়ময় পোস্ট করলেন করিনা। এবার সেটা নিয়েই শুরু হয়েছে বিস্তর চর্চা। কিন্তু কী এমন লিখেছেন সইফ ঘরণী?
‘বিয়ে, বিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু, অভিভাবকত্বের মতো বিষয়গুলি আপনি কখনওই বুঝবেন না যতক্ষণ না এগুলো আপনার সঙ্গেও ঘটছে। ততক্ষণ সত্যিই কিছুই বোঝা সম্ভব নয়। জীবনের কোনও পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কখনওই বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি বুদ্ধিমান। যতক্ষণ না আপনাকে এই কঠিন পরিস্থিতিতেও নমনীয় থাকার পাঠ দেয়। এই সমস্ত বিষয় আপনার সঙ্গে ঘটলে তবেই আপনি সবকিছু বুঝবেন।’