ক্যাটরিনা কাইফের নতুন ছবি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরඣই আসছে মেরি ক্রিসমাস। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন বিজয় সেতুপতির সঙ্গে। তাঁর আগেই একাধিক সাক্ষাৎকার দিচ্ছেন অভিনেত্রী, আর সেখানেই একটি সাক্ষাৎকারে তিনি কীভাবে এত শান্ত থাকেন সেটার গোপন রহস্য ফাঁস করলেন।
পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ জানান তাঁর শান্ত থাকার নেপথ্যে আছেন ভিকি কৌশল। কীভাবে? যখন বাইরে কোথাও 🐟কোনও জিনিসে তিনি বিরক্ত হন তখন তিনি সেটাকে চুপচাপ হজম করেন। কিন্তু যখন তিনি বাড়ি যান তখন তিনি প্রায় ৪৫ মিনিট ধরে এক টান꧟া চিৎকার করে যান। তাও ভিকির সামনে!
আরও পড়ুন: 'দেশের আত্মনির্ভরতাকে নষ্ট করবেন না' মলদ্বীপ বিতর্কে মুখ খুললেন অমিতাভ, লাক্ষাদ্🐭বীপের প্রচারে বললেন কী?
আরও পড়ুন: হামাস হামলায় গাজায় গুরুতর আহত ফাউদা খ্যাত অভিন෴েতা ইদান আমেদি, এখন কেমন আছেন?
ক্যাটরিনার ইংরেজি উচ্চারণ যেহেতু একটু আলাদা তাই তিনি যখন একটানা অনর্গল ইংলিশে চেঁচিয়ে রাগ প্রকাশ করেন তখন নাকি ভিকি নিজেও অনেক সময় বুঝে উঠতে পারেন না তাঁর স্ত্রী কী বলছেন! না বুঝলেও তিনি নাকি চুপচাপ স্🦩ত্রীর সমস্ত চিৎকার শোনেন, এবং তাঁকে শান্ত হতে সাহায্য করেন। বরের সামনে চেঁচিয়ে নেওয়ার পর তিনি আবার সবার সামনে শান্ত, নম্র হয়ে বাইরে আসেন।
তিনি এই বিষয়ে খোলসা করে বলেন, 'আমার ♐মনে হয় আমার জীবনে এটা অনেক সাহায্য করে। সবার সামনে শান্ত, ঠিক থাকার জন্য আমি এটা করে যাব।'
আরও পড়ুন: বইমেলার আগ💞েই বিষাদের ছোঁয়া! আর প্রকাশিত হবে না জয় গোস্বামীর কবিতা, ৫০ বছর পূর্তিতে ঘোষণা কবির
মেরি ক্রিসমাস প্রসঙ্গে
মেরি ক্রিসমাস ছবিটি আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাবে। এটি একটি ক্রাইম থ্রিলার ঘরানার ছবি। ইত🗹িমধ্যꦅেই এটার ট্রেলার প্রকাশ্যে এসেছে যা নজর কেড়েছে সবার।