বড়দিনের আবহে মুক্তি পাওয়া চার বাংলা ছবি, খাদান, সন্তান, চালচিত্র, ৫ নং স্বপ্নময় লেন বক্স অফিসে রীতিমত ম্যাজিক দেখিয়েছে যে সেটা বলাই যায়। যদিও আয়ের নিরিখে কেউ🀅 একটু এগিয়ে কেউ আবার পিছিয়ে আছে। ১৫ দিন পর কোন ছবির আয় কোথায় দাঁড়িয়ে আছে জেনে নিন।
আরও পড়ুন: বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর ফের টিভি🎐তে ফিরছেন জিতু! দেখা মিলবে কোন ধꦚারাবাহিকে?
খাদান, সন্তান, চালচিত্র, ৫ নং স্বপ্নময় লেন ছবির বক্স অফিস কালেকশন
এদি🍸ন ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফে জানানো হয় খাদান ছবিটির ২ লাখ ৮২ হাজার টিকিট বিক্রি হয়েছে বুক মাই শোয়ের মাধ্যমে। ভারত জুড়ে এই ছবিটি দুই সপ্তাহে ব্যবসা করেছে ১১ কোটি ৩০ লাখ টাকার। শুধু তাই নয়। খাদান ছবিটি চাঁদের পাহাড়ের ব্যবসাকে তথা রেকর্ডকে ভেঙে ফ꧅েলল। এযাবৎ, দেব অভিনীত ছবি হিসেবে দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ ব্যবসা করা ছবি ছিল চাঁদের পাহাড়, ৪ কোটি ৪৫ লাখের ব্যবসা করেছিল। কিন্তু এবার খাদান দ্বিতীয় সপ্তাহে ৪ কোটি ৭০ লাখের ব্যবসা করে সেই রেকর্ড ভেঙে দিল।
অন্যদিকে সন্তান ছবিটি ১৫ দিনে বক্স অফিসে ৩ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছে ভারত জুড়ে। সন্তানের পরই তৃতীয় স্থানে আছে প্রতিম ডি গুপ্তর ছবি চালচিত্র। এই ꧂ছবিটি দর্শকদের থেকে তুমুল প্রশংসিত হয়েছে। এই 🎐ছবিটি ভারত জুড়ে ৬১ লাখ ৫০ হাজার টাকার ব্যবসা করেছে। আর মানসী সিনহার ৫ নং স্বপ্নময় লেন ছবিটি ৫০ লাখ ২০ হাজার টাকা আয় করেছে দুই সপ্তাহে।
খাদান, সন্তান, চালচিত্র এবং ৫ নং স্বপ্নময় লেন ছবি প্রসঙ্গে
খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। এই ছবির শেষে জানানো হয়েছে পরবর্তী ভাগ অর্থাৎ খাদান ২ আ🍬সবে।
একই দিনে মুক্তি পেয়েছে সন্তান। এই ছবির গল্পে উঠে এসেছে বাবা ছেলের সম্পর্ক, রসায়ন, সংঘাতের কথা। মুখ্য ভূমিকায় আছেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্র💦বর্তী। উকিলের ভূমিকায় দেখা মিলল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। 🍷অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অনসূয়া মজুমদার, অহনা দত্তকে।
চালচিত্র ছ🌸বিটির পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্ꦉবরী, ইন্দ্রজিৎ বসু, অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেন, তানিকা বসু, প্রমুখ। ছবিটিতে উঠে এসেছে শহরের বুকে পরপর ঘটে যাওয়া কিছু মহিলার খুনের ঘটনা।
অন্যদিকে ৫ নং স্বপ্নময় লেন ছবিটির পরিচালনা করেছে মানসী সিনহা। এটা তাঁর পরিচালিত দ্বিতীয় ছবি। এখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা 🎶আঢ্য, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায় প্রমুখকে।