Bigg Boss-১৪র ঘরে পৌঁছানোর জন্য 'কালোজাদু'র সাহায্য নিয়েছিলেন। সম্প্রতি পরশ ছাবরার 'আবরা কা ডাবরা' পডকাস্টে এসে বিস্ফোরক দাবি করেছেন কুমার শানু পুত্র জান কুমার শানু। হ্য়াঁ, ঠিকই শুনছেন, শানু পুত্রের দাবি, বিগ বসে൩র ঘরে পৌঁছতে তিনি অলৌকিক শক্তির পুজো করেছিলেন বলে জানান শানু পুত্র। তাঁর কথায় চমকে যান পরশ ছাবরা নিজেও।
ঠিক কী বলেছেন শানু পুত্র?
জান জানান, যে তিনি শুরু থেকেই 𝔍বিগ বসের ঘরে ডাক পাওয়ার জন্য উদগ্রীব ছিলেন। তবে যখন ডাক আসছিল না, তখনই অলৌকিক শক্তির সাহায্য নেন তিনি। শানু পুত্রের কথায়, তিনিও বাংলা থেকে এসেছি, যেখানে কালো জাদু অন্যতম বিষয়। জান জানান, আমি একজন মহিলার সঙ্গে দেখা করেছিলেন। সেই মহিলার ঘরে কিছু পুতুল ও সম্মোহিত করার জন্য বাঁদর রাখা ছিল। ওই বাঁদরগুলোর মাঝেই মহিলা বসেছিলেন। ওই মহিলা বললেন, ওগুলো আসলে মানুষ, বাঁদর নয়। সত্যিই আসলে ওরা পুরুষমানুষ ছিলেন,﷽ কালোজাদুর মাধ্যমে ওদের ওইরকম করে রাখা হয়েছিল। মহিলা যা বলেন, ওরা তাই করে। মহিলা আমায় বললেন, একেই বলে বশীকরণ।'
আরও ꦐপড়ুন-'এই দেশ ছাড়ব না…', প্রতিবাদে গর্জে🦩 উঠেছেন বাংলাদেশের হিন্দুরা, কী বলছেন বাঁধন, তসলিমা?
আরও পড়ুন-'শেখ ꦺহাসিনাকে কি কম গালি দিয়েছি…গালি তো আর জানিনা, ൲এখন কী দেব?’ তসলিমা নাসরিন