বাংলা নিউজ > বায়োস্কোপ > Kiran-Aamir: আমিরের ‘লম্বা লেকচার’ অসহ্য! তাঁর সাফল্যের কৃতিত্ব প্রাক্তন স্বামীকে দেওয়ায় বিরক্ত কিরণ রাও
পরবর্তী খবর
দীর্ঘ ১৪ বছর পর পরিচালকরে আসনে ফিরে ‘ধুম মাচিয়েছেন’ কিরণ রাও। লাপতা লেডিজ বক্স অফিসে ভালো ফল করার পর এখন অস্কারের মঞ্চে ভারতের অফিসিয়্যাল এন্ট্রি। সবস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে কিরণের এই ছবি। সম্প্রতি কারিনা কাপুরের 'মির্চি প্লাস' শো 'হোয়াট উইমেন ওয়ান্ট'-এ উপস্থিত ছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী। সেখানেই কিরণ আফসোসের সুরে জানান, তাঁর সাফল্যের জন্য মানুষ সব ক্রেডিট প্রাক্তন স্বামীকে দেন, যা দুর্ভাগ্যজনক। আরও পড়ুন-‘বিয়ে নারীকে দমিয়ে রাখে, আমিই সিদ্ধান্ত নিই…', আমিরের সঙ্গে ডিভোর্স নিয়ে কিরণ