মধুমিতা সরকারের কারণে তাঁর প্রেমিক দেবমাল্য চক্রবর্তীও মোটামুটি নেটপাড়ার হট ফেভারিট হয়ে উঠেছেন। যদিও তিনি বিনোদন দুনিয়ার মানুষ নন, পেশায় ইঞ্জিনিয়র। ২০২৫ সালে দুজনের বিয়ের কথাও রয়েছে। তারই মাঝে গুরুতর আঘไত পেলেন দেবমাল্য।
মারওয়ারি লিগ ক্রিকেট টুর্নামেন্টে ভাগ নিয়েছিলেন দ🗹েবমাল্য। সেখানে তিনি খেলেন ফিনিক্স সিসি-র হয়ে। আর খেলা চলছিল গুলমোহর স্পোর্টস কমপ্লেক্সে। দেবমাল্যর অভিযোগ, আয়োজকদের গাফিলতির কারণেই এত বড় চোটের মুখে পড়েছেন তিনি। একটু এদিক ওদিক হলে, হয়তো চোখ-কানের মতো সংবেদনশীল অঙ্গেও লাগতে পারত আঘাত।
দেবমাল্য অভিযোগ করেন, তিনি খেলা শুরুর পরপরই আম্পায়ারকে জানিয়েছিলেন যে, খেলায় ব্যবহৃত বলটির শেপ নষ্ট হয়ে গিয়েছে। মাঠের চারপাশে থাকা দেওয়ালে আঘাত পেয়ে, সেটি ডিম্বাকৃত হয়ে গিয়েছে। তবে দেবমাল্যর বলা সেই কথা নাকি ধর্তব্যের মধ্যে নেননি আম্পায়ররা। এমনকী, আয়োজকদের সঙ্গে কথা কাটাকাটি হলেও, কোনো ব্যবস꧅্থা নেওয়া হয়নি। অভিযোগ, পিচটাও ঠিক ঠাক ছিল না।
আরও পড়ুন: শিবপ্রসাদ-নন্দিতার ধামাকা, সঙ্🍸গে রাখির তরকা! ২ দিনে বক্স অফিসে কত আয় করল আমার বস
এরপর বলটি পিচে পড♌়ার পর, অস্বাভাবিক ভাবে লাফিয়ে ঢুকে যায় হেলমেটের ভাইজারের ফাঁ🍌ক গলে, সরাসরি তাঁর চোখের নীচে গিয়ে আঘাত করে। এখানেই শেষ নয়, মধুমিতার হবু বর তাঁর সোশ্যাল পোস্টে আরও লিখেছেন যে, সেদিন মাঠে উপযুক্ত ফার্স্টএডেরও ব্যবস্থা ছিল না।
আরও পড়ুন: ‘আবার চুলে লাগাচ্ছে…’, ইয়ালিনিকে শাসন ইউভানের, মা🐟তৃ দিবসের সকলে ছেলে-মেয়েকে কী খেতে দিলেন শুভশ্রী?
দেখুন সেই পোস্ট-