সালটা ছিল ২০০০, সেবছর কমেডি ছবি 'দিল পে মত লে ইয়ার'-এ মনোজ বাজপেয়ীর সঙ্গে কাজ করেছিলেন পরিচালক হনসল মেহতা। পুরনো সেই সময়ের কথা প্রসঙ্গেই মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হনসল। তাঁর কথায়, ‘কেন জানি না ওই ছবির শ্যুটিংয়ের সম🍰য় মনোজ সকলের সঙ্൲গে খুব খারাপ ব্যবহার করত, সকলেই মনোজকে দেখলে পালিয়ে যেত।’
ঠিক কী বলেছেন হনসল মেহতা?
সিনেমা এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে হনসল বলেন, যে তিনি এমন অভিনেতাদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন, যাঁদের তিনি কাজের সময় পাশে পান। উদাহরণ হিসাবে তৎক্ষণাৎ রাজকুমার রাও, মনোজ বাজপেয়ীর নাম নেন হনসল মেহতা। তা﷽ঁর কথায়, ‘এই অভিনেতাদের সঙ্গে আমি একটা বিশেষ সংযোগ অনুভব করি।’ বলেন, একসময় রাজকুমার রাওক♎ে নেওয়ার জন্য অনুরাগ কাশ্যপ, কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা তাঁকে চাপ দিয়েছিলেন। আর এখন তাঁরা একসঙ্গে ৬টি প্রকল্পে কাজ করছেন। মনোজ বাজপেয়ীর প্রসঙ্গে হনসল বলেন, 'এখন ওঁর মেজাজের অনেক পরিবর্তন হয়েছে।'
মনোজ বাজপেয়ী প্রসঙ্গে হনসল বলেন, ‘যখন আমরা ২০০০ সালে দিল পে মত লে ইয়ার-এ কাজ করেছিলাম, তখন ওই কাজের সময় মনোজই ছিল সকলের যন্ত্রণা🐻র কারণ। ও সকলের সঙ্গে খারাপ ব্যবহার করত, সকলেই একপ্রকার ওকে দেখলে পালাত। যদিও মনোজ কিন্তু মোটেও মনের দিক থেকে খারাপ মানুষ নন। এদিকে আমি যখন ওকে জিগ্গেস করি, এমন আচরণ করছো কেন? তখন মনোজ উত্তর দিয়েছিল, তিনি চরিত্র হয়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে ওঁর আচরণ তখন সকলের সমস্যার কারণ হয়ে উঠেছিল। এনমনকি আমিও যখন ওঁর সঙ্গে কথা বলতে যেতাম, ও একই আচরণ করত। 🦹জানিনা ঠিক কী হয়েছিল ওঁর?’
প্রসঙ্গত, 'দিল পে মত লে ইয়ার' ছাড়াও হনসল মেহতার 'আলীগড়'-এ অভিনয় করেছেন মনোজ। যেটাকে তাঁর অন্যতম সেরা কাজ বলে দাবি করেন মনোজ। এ🍎দিকে মনোজকে পরবর্তীতে ব্ল্যাক কমেডি সিরিজ ‘কিলার স্যুপ’এ দেখা যাবে। অন্যদিকে হনসল মেহতা তাঁর আগামী প্রকল্প ‘দ্য বাকিংহাম মার্ডারস’-নিয়ে ব্যস্ত রয়েছেন।