বলিউড তো বটেই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বায়োপিক নতুন কি🍸ছু নয়। তবে মহম্মদ রফির মতো কিংবদন্তি শিল্পীর যদি বায়োপিক আসার কথা প্রকাশ্যে আসে তবে সেটা অবশ্যই চর্চার বিষয়! আর সম্প্রতি এই কথা ঘোষণা করলেন গায়কের ছেলে শহিদ রফি।
মহম্মদ রফির বায়োপিক নিয়ে কী জানা গেল?
এবারের গোয়ায় চলা ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জন্মশতবর্ষে মহম্মদ রফিকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আর সেখানেই এদিন তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই অংশ নিয়েছিলেন তাঁর ছেলে শহিদ রফি। আর সেই অনুষ্ঠানেই তিনি জানান যে তিনি তাঁর বাবা মহম্মদ রফির বায়োপিক বানাবেন। গত মঙ্গলবার এই আলোচনা সভায় তিনি༺ আরও জানান ডিসেম্বর মাসেই তাঁরা এই ছবিটির ঘোষণা করবেন।
শহিদ রফি আরও জানিয়েছেন এই ছবিটি 🐻পরিচালনা করার জন্য তিনি 🅺অক্ষয় কুমার অভিনীত ছবি ওহ মাই গড ছবির পরিচালক উমেশ শুক্লার সঙ্গে কথা বলেছেন। শুধু তাই নয় চুক্তিও সই করেছেন।
এদিন মহম্মদ রফিকে নিয়ে এই আ꧟লোচনা সভায় সুভাষ ঘাই সহ সোনু নিগমও ছিলেন। সেখানেই তাঁরা জানান যে এমন কিংবদন্তি গায়ক হওয়া সত্ত্বেও এতগুলো বছরে তাঁকে নিয়ে কেউ কোনও ছবি বানাননি কারণ তিনি ভীষণভাবে বিতর্ক থেকে দূরে থাকতেন, মাটির কাছাকাছি সাদামাটা ভাবে থাকতেন। কখনও সেভাবে সোস্যালাইজও করেননি।
শহিদ রফি এদিন আলোচনা সভায় আরও বলেন, মহম্মদ রফি কখনই তাঁর সন্তানদের বুঝতে দেননি যে তিনি ঠিক কতটা বড় মাপের মানুষ বা কতটা সাফল্য তিনি পেয়েছেন। তাঁর কথায়, ‘উনি খালি আমাদের বলত🐻েন, তুমি জানো আমি আজ অমিতাভ বচ্চনের জন্য গান গাইলাম। আমরা বাবাকে জিজ্ঞেস করতাম যে অমিতাভ বচ্চন কত লম্বা বা কত বড় জুতো উনি পরেন। বাবা আমাদের সঙ্গে খেলত আর সব গল্প মজার ছলে আমাদের শোনাতো তখন।’
আরও পড়ুন: 'বস'-এর জন্মদিনে ভক্তদের হুড়োহুড়ি! ছেলে-মেয়꧙েকে পাশে নিয়ে জিৎ কাটলেন ২০ টার বেশি কেক!