তারক মেহতা কা উল্টা চশমা (টিএমকেওসি) অভিনেত্রী মুনমুন দত্ত এবং রাজ আনাদকাট বাগদান করেছেন ব༒লে খবর এসেছিল বুধবারে। তবে সেই খবর ছড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই তা গুজব বলে উড়িয়ে দেন তাঁরা। আর তারপর প্রথমপোস্ট এল মুনমুনের থেকে। সাম্প্রতিক নিউইয়র্ক ভ্রমণ থেকে কিছু ছবি ভাগ করে নিলেন মুনমুন। ছবিগুলিতে তাঁকে ব্রুকলিন ব্রিজের কাছে পোজ দিতে দেখা যায়।
'লিভিং মাই বেস্ট লাইফ'
মুনমুন দত্ত, যিনি গত কয়েক সপ্তাহ ধরে নিউ ইয়র্কে কাটানো অত্যাশ্চর্য ছুটির ছবি শেয়ার করে চলেছেন, বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আরও বেশ কয়েকটি থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘লিভিং মাই বেস্ট লাইফ (ডান্সার ইমোজি)। আমার এনওয়াই🐻সি ট্রিপ এবং ফটোশুটের শেষ সেটের ছবিগুলি ভাগ করে নিচ্ছি।’
TMKOC-তে যথাক্রমে ববিতা আইয়ার এবং টিপেন্দ্র জেঠালাল গড়া ওরফে টপ্পু-র চরিত্রে অভিনয় করা মুনমুন দত্ত এবং রাজ আনাদকাট বছরের পর বছর ধরে ডেটিং করছেন বলে গুঞ্জন রয়েছে। তবে তাঁরা তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন বারবার। বৃহস্পতিবার মুন🅷মুন ইনস্টাগ্রাম স্টোরিজেও তাঁর সঙ্গে রাজের বাগদানের 'ভুয়া খবর' নিয়ে কথা বলেন। নিজের চা খাওয়🐷ার একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘ভুয়ো খবর তো সবসময়ই থাকবে। কিন্তু আমার গার্ল গ্যাংয়ের সঙ্গে আমার সন্ধ্যার চা ছাড়া চলবে না।’
বাগদানের কথা অস্বীকার করলেন মুনমুন দত্ত, রাজ আনাদকাট
বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমকে মুনমুন বলেন, ‘এই খবর ভুয়ো ও হাস্যকর। এর মধ্যে সত্য রয়েঠে শূন্য আউন্স। এবং সত্যি বলতে, আমি এই নকল জিনিসে আমার শক্তি করতে দিতে চাই না।’ রাজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হ্যালো এভরিওয়ান, বিষয়গুলি পরিষ্কার করার জন্য🤪, আপনি সোশ্যাল মিডিয়ায় যে খবরটি দেখছেন তা মিথ্যা এবং ভিত্তিহীন। টিম রাজ আনাদকাট।’
এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র নিউজ১৮-কে জানিয়েছিল যে, মু💫নমুন এবং রাজ তাদের পরিবারের উপস্থিতিতে এই মাসের শুরুতে আংটি বিনিময় করেছিলেন। তাঁর কথায়, 'কিছুদিন আগেই বাগদান হয়েছে। গুজরাতের ভদোদরায় আংটি বদল হয় দু'জনের। মুনমুন ও রাজের পরিবার তাদের সম্পর্ককে মেনে নিয়েছেনএবং তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্রটি আরও বলেন,🥀 ‘রাজ তারক মেহতা কা উল্টা চশমায় যোগ দেওয়ার পর থেকেই তারা ডেটিং করছেন। এটা খু꧙ব স্পষ্ট ছিল। সেটের সবাই বিষয়টি জানত। আসলে মুনমুন ও রাজ যে শেষ পর্যন্ত বিয়ে করবেন, তা নিয়ে অনেকে নিশ্চিত ছিলেন। তাই তারা যে এখন বাগদান করেছেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।’