বাংলা নিউজ > বায়োস্কোপ > Rubel Das: শ্বেতাকে বিয়ে করেছেন কিছুদিন আগেই, আর এখন মোহনা মাইতি এসে রুবেলকে বলছেন 'তুই আমার হিরো...'!
জল্পনাই সত্যি, রুবেলকে দেখেই 'তুই আমার হিরো' বলে গান ধরলেন মোহনা মাইতি! বৃহস্পতিবার সন্ধ্যে থেকে তাই নেটপাড়ায় শোরগোল। অনেকেই ভাবছেন, কিছুদিন আগেই তো শ্বেতাকে বিয়ে করলেন রুবেল দাস। মোহনা আবার কোথা থেকে এলেন☂?
আসলে এই গল্পে টুইস্ট আছে। জল্পনা সত্যি করেই জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। যার নাম 'তুই আমার হিরো'। আর সেই গল্পের নায়ক রুবেল, আর সেখানে ত🎃াঁর নায়িকা শ্বেতা বা পল্লবী নয়, থাকছেন মোহনা। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার চ্যানেলের সোশ্যাল মিডিয়াতেই সেই নতুন সিরিয়াল 'তুই আমার হিরো'-র প্রমো উঠে এসেছে। যার ক্যাপশানে লেখা হয়েছে, ‘এক সাধারণ মেয়ের সাথে সুপারস্টারের প্রেমের গল্প নিয়ে আসছে 🗹নতুন ধারাবাহিক - তুই আমার HERO!’
আরও পড়ুন-‘বি🐲য়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ আগে কখনও ওঠেনি’, এখন কি বদলেছে সোনাক্ষ൲ীর জীবন