টলিউডের এ লিস্টার নায়িকাদের তালিকায় বরাবরই নাম আসে নুসরত জাহানের। তবে কেরিয়ারে তিনি যতটা﷽ সফল, ব্য়ক্তিগত জীবন ততটাই বিতর্কে মাখা। কেরিয়ারের শুরু থেকেই তাঁকে ঘিরে আলোচনা, নেতিবাচকতা, ট্রোল। তবে, সেসবকে শিঁকেয় তুলে নিজের ছন্দে বাঁচতেই পছন্দ করেন।
২০২১ সালে জন্ম হয় যশ-নুসরতের প্রথম সন্তান ঈশানেღর। ছেলের জন্ম, পিতৃ পরিচয় নিয়ে সেই সময় নেটপাড়া মজেছিল নোংরা ট্রোলে। সদ্য়োজাতকেও বাদ দেয়নি ট্রোলাররা। 𝐆আর তারপরই হয়তো নুসরত নেন, ছেলের মুখ না দেখানোর সিদ্ধান্ত।
আরও পড়ুন: ‘অনেক বিয়ে আছে যেখানে সুখ🧜 নেই’, ইন্দ্রনীল-বরখার ডিভোর্সে নাম জড়ায়, কী বলছেন ইশা
ঈশানকে সব রকম প্রচারের আলো থেকে দূরে রেখে🌞ছিলেন নুসরত আর যশ এতদিন। কিছুদিন আগে তাঁদের বিচ ভ্য়াকেশন থেকে ছেলের ছবি তুললেও, তা ছিল পিছন থেকে নেওয়া। অর্থাৎ দেখা যায়নি মুখ। তবে এবার, কোয়েলের ছেলে কবীরের বার্থ ডে পার্টি থেকে🅠 ফাঁস হয়ে গেল ঈশানের ছবি।
৫ মে ছিল কোয়েল মল্লিকের ছেলের জন্মদিন। আর কবীরের বার্থ ডে পার্টিতে আমন্ত্রিত ছিল ঈশানও। কোয়েল আর নুসরতের সঙ্গে ক্যামেরায় পোজও দেয় সে। ছবি দেখে বোঝা যাচ্ছে, পুর🎉ো পার্টিতে তিনি মজে ছিলেন ঈশানের স📖ঙ্গে খেলায়।
আরও পড়ুন: হীরের নেকলস, হাই হিল, সাদা পোশ🦹াকে সাজলেন রণবীর! দেখালেন দীপিকার দেওয়া আংটিও
একটি ফ্যানপেজের তরফ থেকে ছবিগুলি শেয়ার করা হয়। যাতে প্রতিক্রিয়া জানিয়ে একজন লেখেন, ‘পুরো কিউটের ড💦িব্বা! ওকে চটকাতে ইচ্ছে করছে’। অপর জন লিখলেন, ‘এত মিষ্টি দেখতে হয়েছে ঈশানকে, আমি ভাবতেও পারছি না’। তৃতীয়জন লিখলেন, ‘যশরতের ছেলে মানে মিষ্টি তো হবেই! আই লাভ ইউ ঈশান।’ চতুর্থজন লিখল, ‘পুরো বাবার মতো দেখতে’।
আরও পড়ুন: ‘গোড়ায় গলদ ছিল…’! কদিন আগেই ছিল বিবাহব🧔ার্ষিকী, নবনীতার পর কী ইঙ্গিত জিতুর?
করোনা লকডাউন চলাকালীন ২০২১ সালে প্রকাশ্যে আসে নুসরত অন্তঃসত্ত্বা। সেই সময় পিতৃ পরিচয় নিয়ে ওঠে প্রশ্ন। এক তো, নুসরতের ত⛦ৎকালীন স্বামী নিখিল জৈন (যে বিয়ে পরে তিনি অবৈধ ঘোষণা করেছিলেন), জানিয়ে দেন এ সন্তানের বাবা তিনি নন। পরে দেখা যায়, নুসরত আর নিখিলের বিয়েটাই রেজিস্ট্রি করানো হয়নি ভারতীয় আইন অনুসারে। এরপর জানা যায়, লকডাউন ও করোনার সেই সময়টায় যশের ফ্ল্য়াটেি থাকছেন তিনি। এমনকী, ডেলিভারির সময়ও টানা ৩ দিন হাসপাতাল♏ে ছিলেন যশ। এরপর ভাইরাল হয়ে যায়, ঈশানের বার্থ সার্টিফিকেট, সেখানে দেখা যায় বাবর নামের জায়গায় লেখা রয়েছে, যশের নামই।