লোকসভা ভোটের প্রাক্কালে ঘোষিত প্রার্থী তালিকা𝓰য় নাম না থাকায় রাজনীতির মঞ্চ থেকে নিজেকে একেবারে দূরে সরিয়ে রেখেছেন নুসরত জাহান। কদিন আগেই ঘুরে এলেন তিনি থাইল্যান্ড থেকে। সেখান থেকে একাধিক ছবি-ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন তিনি সোশ্যালে। তবে এবার দেখা গেল, ডায়েট ভুলে ♓নুসরতের মন এখন অন্য কিছুতে।
খপাত করে বসিয়েছেন কামড় নুসরত জাহান! ভাবছেন কীসে? ফলের রাজা আমে… গরমের সময়ের সবচেয়ে জনপ্রিয় ফল এটি। দেখা গেল, এক থালা আম কাটা রয়েছে নুসরতের প্লেটে। পরে আছেন একটি ওভারসাইজ♍ড শার্ট। ক্যাপশনে নুসরত লিখলেন, ‘লাভ অ্যাট ফার্স্ট বাইট #ম্যাঙ্গোএডিশন। আপনি কতটা পছন্দ করেন আম?’
আরও পড়ুন: জন্মদিনে 🐽দোলনায় ঝুলে কাঞ্চন, গায়ে এলিয়ে শ্রীময়ী! পুরনো ছবি উস্ক♔ে দিল সম্পর্কের বয়স
নুসরতকে শেষ দেখা গিয়েছে জাজমেন্টাল ছ🧸꧒বিতে। যেখানে তাঁর বিপরীতে ছিলেন যশ। হোম প্রোডাকশন থেকে তৈরি করা হয়েছিল জাজমেন্টাল। যদিও সেভাবে ভালো ব্যবসা করতে পারেনি ছবিখানা।
এরকমই এক ছবির সেটেই🅰 শোনা যায় শুরু হয়েছিল যশ-নুসরতের প্রেম। ছবির নাম এসওএস কলকাতা। যদিও তা নিয়ে মুখ খোলেননি কেউ। টলিউডের এই দম্পতি বরাবরই পছন্দ করেন ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে। এমন🐻কী, নিজেদের ছেলে ঈশানেরও মুখ দেখাননি এখনও। তবে বাজারে যশরত জুটির ক্রেজ আলাদাই।
আরও পড়ুন: 𒁃‘ওটুকু সময় বাড়িতে একা…’! ডোনা নাচতে গেলে কী করে সৌরভ, জবাব অবাক ক🔜রেছিল ঋতুপর্ণ ঘোষকে
২০১৮ সালে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন নু🎐সরত জাহান। জিতেও যান নির্বাচনে। তবে রাজনীতির মঞ্চে যোগ্যতা প্রমাণ করতে পারেনন𒐪ি। বারবার রাজনৈতিক নেতা, সাংসদ হিসেবে নুসরতের দায়িত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। আর এবারে তো আর পেলেন না ভোটে লড়ার টিকিটই।
৫ বছরের রাজনৈতিক কেরিয়ারের দুর্ণীতিতেও নাম জড়িয়েছে। ডাক পেয়েছেন ইডি-র 🍌থেকে। ২০১৪ সালে পাম অ্যাভিনিউয়ের একটি স𒆙ংস্থার সঙ্গে যুক্ত ছিলেন নুসরত জাহান বলে জানা যায়। ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার নাম করে। কিন্তু ৯ বছর পেরিয়ে গেলেও কেউ ফ্ল্যাট হাতে পায়নি। না হাতে পেয়েছে টাকা। এরপর বিজেপির শঙ্কুদেব পাণ্ডা প্রতারণার শিকার হওয়া বৃদ্ধদের নিয়ে ইডি দফতরে গিয়ে নালিশ জানিয়ে এসেছিলেন। যার ফলে ইডি ডেকে জেরাও করেন অভিনেত্রীকে।
নুসরত সেই কোম্পানি থেকে টাকা তোলার কথা মেনে নেন𝔍। তবে সেই টাকা তিনি লোন হিসেবে নিয়েছিলেন বলে জানান। এমনকী, টাকা ফ🅠েরত দিয়েছেন, সেই নথিও তাঁর হাতে রয়েছে বলে জানান মিডিয়াকে।