দর্শকের মনে ‘মিঠাই’ পরিবারের জন্য রয়েছে আলাদা জায়গা। পরিবারের সব থেকে কনিষ্ঠ সদস্যা নীপা অর্থাৎ অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। মাস খানের আগেই খবর পাওয়া গিয়েছিল, পা ভেঙেছে ঐন্দ্রিলার। কিছু দিন টেলিভিশনের পর্দা থেকে দূরে ছিলেন তিনি। মোদক বাড়ির আদরের ছোট মেয়ের অসুস্থ থাকায় মন খারাপ ছিল মিঠাই ভক্তদের।ফেব্রুয়ারি মাসের মাঝের দিকে পায়ের চোট সারিয়ে ফের পর্দায় হাজির হন নিপা। প্লাস্টার করা পা নিয়ে কিছুদিন বাড়িতেই ছিলেন তিনি। প্লাস্টার অবস্থায় হুইল চেয়ারে বসে শ্যুটিং করতে দেখা গিয়েছিল তাঁকে। সবথেকে ছোট সদস্য হওয়ায়, শ্যুটিং ফ্লোর মাতিয়ে রাখতেন অভিনেত্রী। সকলের প্রার্থনায় এখন বেশ কিছুটা সুস্থ ঐন্দ্রিলা। সেটে ফিরেই ফের আগের মেজাজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।সম্প্রতি ধারাবাহিকের তোর্সা অর্থাৎ অভিনেত্রী তন্বী লাহা রায়ের সঙ্গে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র গানে তুমুল নাচলেন ঐন্দ্রিলা। 'ঢোলিড়া' গানে নেচেছেন তাঁরা। নেটমাধ্যমে ইনস্টাগ্রাম এই রিল শেয়ার করতেই হু হু করে ভাইরাল। ভিডিয়োতে সোনার সংসার অ্যাওয়ার্ডসের লুকেই নেচেছেন তোর্সা এবং নীপা। ঐন্দ্রিলাকে নাচতে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। সদ্য পা ঠিক হয়েছে, একটু সুস্থ হয়েছেন নীপা। তাই তাকে একটু সামলে চলার পরামর্শ দিয়েছেন অনুরাগীরা। অভিনেত্রীর সুস্থ হয়ে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভক্তরা।