বলিউডের জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিকের অন্ধ ভক্ত ছিলেন ওসামা বিন লাদেন। কী শুনেই চমকে উঠলেন নাকি? তবে একথা কিন্তু ভীষণভাবেই সত্যি। নিয়মিত অলকার গাওয়া গান শুনতেন লাদেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে 𝕴এবিষয়েই মুখ খুলেছেন কিংবদন্তী এই শিল্পী।
২০১১ সালে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) যখন আল-কায়েদা নামক🔯 সন্ত্রাসবাদী সংগঠনের প্রধান ওসামা বিন লাদেনের অ্যাবোটাবাদের নিরাপদ বাড়িতে অভিযান চালায়, তখন তাঁর কম্পিউটার তাঁর খুঁজে পেয়েছিল। আর সেই কম্পিউটারে এদেশের জনপ্রিয় গায়ক-গায়িকা উদিত নারায়ণ, কুমার শানু ও অলকা ইয়াগনিকের গান ছিল। সেখান থেকেই জানা যায়, ওসামা বিন লাদেন অলকা ইয়াগনিকের বড় ভক্ত ছিলেন। তাঁর কম্পিউটারে অলকার ১০০টিরও বেশি গানের রেকর্ডিং ছিল। আর এই বিষয়ে ঠিক কী কী বক্তব্য অলকা ইয়াগনিকের?
কী বললেন অলকা ইয়াগনিক?
সম্প্রতি এক এক সাক্ষাৎকারে এক সাক্ষাৎকারে এই তথ্য অলকা ইয়াগনিকের কাছে তুলে ধরা হলে গায়িকা বলেন, ‘এটা কি আমার দোষ? ওসামা বিন লাদেন যাই হোক, যেমনই হোক না কেন, ওর ভেতꦅরে নিশ্চয় কোথাও না কোথাও একটা শিল্পী সত্ত্বা ছিল। তিনি যদি আমার গান পছন্দ করেন, তাহলে তো ভালোই।’