মূলত অভিনেত্রী হিসাবেই তাঁকে চেনেন বেশিরভাগ মানুষ। তবে পরিণীতি যে ভালো সঙ্গীতশিল্পী সেকথা খুব কম লোকজনই জানেন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের বিশেষ প্রশিক্ষণ রয়েছে তাঁর। শুধু তাই নয়, 🐬পরিণীতি মিউজিকেও স্নাতক। বেশকিছু বলিউডের ছবিতে গানও গেয়েছেন 'পরী'। আর সেই তিনিই য♊খন বিয়ে করছেন, তখন প্রেমিক, হবু স্বামীর জন্য বিশেষ কোনও গান উপহার দেবেন না তাও কি হয়?
পরিণীতি গান গেয়েছেন। ২৪ সেপ্টেম্বর, উদয়পুরের লীলা প্যালেসে রাঘবের সঙ্গে তাঁর সম্পর্ক পরিণতি পাওয়ার দিন ব✃েজেছে পরিণীতিরই রেকর্ড করা গান 'ও পিয়া'। হিন্দি ও পাঞ্জাবি ভাষা মিলিয়ে মিশিয়ে এক গানটি লিখেছেন, গৌরব, সানি এমআর এবং হারজোত কৌর। আর গানের সুর দিয়েছেন গৌরব দত্ত। গানের শুরুর কথাগুলি হল, ‘ও পিয়া, ও পিয়া, চল চলে। বাট লে গম-খুশি, সাথ মে।’ চলুন শুনে নেওয়া যাক, রাঘবের জন্য পরিণীতির গ🌊াওয়া সেই গান…
আরও পড়ুন-'🌱প্রথম দেখাতেই শার♉্টের বোতাম খুলতে বলি, শাহরুখ অবাক হয়ে বলে এটা কে রে!' অকপট করণ
আরও পড়ুন-জিতু෴র সঙ্গে Divorce-এর চিঠি এলো বলে, নবনীতা বলছেন, ‘এবার 🌃সিঁদুর খেলা হবে না’
আ🥀রও🐈 পড়ুন-শাহরুখের সঙ্গে সম্পর্ক এখন তিক্ততায় ভরা? মুখ খুললেন নানা পাটেকর