গত ৫ মে আহমেদাবাদে গাড়ি দুর্ঘটনার শিকার হন ইন্ডিয়ান আইডল খ্য🉐াত পবনদীপ রাজন। ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ গায়কের গাড়ি রাস্তায় দাঁ🧸ড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে। গাড়ির মধ্যে থাকা চালক, পবনদীপ এবং তাঁর এক বন্ধু গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল কাছের সরকারি হাসপাতালে, তারপর স্থানান্তরিত করা হয় নয়ডার বেসরকারি হাসপাতালে।
পবনদীপের গাড়ি দুর্ঘটনার খবর শোনা মাত্রই উদ্বিগ্ন হয়ে যান পরিবার-পরিজন এবং ভক্তরা। হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছিল, দুর্ঘটনার ফলে পায়ে এবং মাথায় গুরুতর আঘাত পান তিনি। বেশ কয়েকটিౠ অপারেশন করতে হয় চিকিৎসকদের। প্রায় ছয় ঘণ্টা আইসিইউত🉐ে লড়াই করেন তিনি। এখন কেমন আছেন তিনি?
আরও পড়ুন: কণ্ঠস্ব♋র থেকে হাঁটাচলা সবই ছিল ‘মেয়েদের ম🎐তো’, নিজেকে কীভাবে পাল্টেছিলেন করণ জোহর?
আরও পড়ুন: ‘দেশ মেরে’ হোক বা ‘মা তুঝে সালাম’, এই ১০ দেশপ্🐷রেমের গান, যা আজও গায়ে দেয় কাঁটা
গাড়ি দুর্ঘটনার পরে জ্ঞান ছিল না পবনদীপের, যেটি ছিল উদ্বেগের প্রধান কারণ। তবে এই উদ্বেগের মধ্যেইඣ হাসপাতালের বেডে শুয়ে♉ থাকা পবনদীপের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে গায়ককে হাসতে দেখে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা।
ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, হাসপাতাল🔯ে বিছানায় শুয়ে অতি কষ্টে মুখে হাসি এনেছেন গায়ক। তবে তাঁর যে জ্ঞান ফিরেছে এটাই স্বস্তির। তবে গায়ক এখন বিপদমুক্ত হলেও তাঁর সারা মুখ ফুলে রয়েছে। বোঝাই যাচ্ছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তিনি। তবে এত কিছুর মধ্যেও তাঁর যে জ্ঞান এসেছে, এটাই বড় কথা।
প্রসঙ্গত, জানা গিয়েছে গত ৫ মে উত্তরাখণ্ডের বাড়ি থেকে আহমেদবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন 🃏গায়ক। পথে ক্লান্ত চালক ঘুমিয়ে পড়ায় ঘটে বিপত্তি। চালক ঘুমিয়ে পড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে🥃 থাকা একটি ট্রাকের সজোরে ধাক্কা মারে গায়কের গাড়ি, যার ফলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
আরও পড়ুন: মিস ওয়ার্ল্ডের অনꦛুষ্ঠানে পুরস্কৃত হবেন 'মানব🃏িক' সোনু! কেন?
আরও পড়ুন: 'ইরফান খানের ছেলে হওয়া..✃.', বাবিলের ভিডিয়ো দেখে কেঁদে ভাসালেন প্রতীক বব্বর, কী বললেন?
ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করা হয় পবনদীপ, তাঁর বন্ধু অজয় মেহরা এবং চালক রাহুল সিংহকে। চালকের ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনার কারণ হলেও তদন্ত চলবে। তবে আপাতত🌜 দুর্ঘটনা কবলিত ৩ জনকে সুস্থ করাই প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন পুলিশ।