Phulki Spoiler: ফুলকি ধারাবাহিকে টানটান মোড় আসতে চলেছে। এমনিও গল্পের বুনন বলুন বা অভিনেতাদের অভিনয়ের গুনে টিআরপি তালিকায় ভালোই ফল করে ফুলকিম সেরা ৫ এ থাকেই। এবার সেই গল্পকে আরও আকর্ষক করে তুলতে আসছে দারুণ মোড়। রোহিত নয়, বরং রুদ্রই যে হৈমন্তীর ছেলেকে খুন করেছে সেটা প্রমাণিত হবে। তারপর?