'মেরি ভাইকি শাহি হ্যায়', প্রিয়াঙ্কা চোপড়ার ভাবখানা এখন এমনই। ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে জমিয়ে উপভোগ করছেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই সিদ্ধার্থ-নীলমের সঙ্গীতের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। চোপড়া পরিবারের বিয়ে উপভোগ করছে জোনাস পরিবারও।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভাই সিদ্ধার্থ চোপড়া ও তার বাগদত্তা নীলম উপাধ্যায়ের সঙ্গীতে জমিয়ে নাচেন প্রিয়াঙ্কা চোপড়া। বিদেশি, গায়ক স্বামী-নিক জোনাস, হবু বধূ নীলম ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে প্রিয়াঙ্কার নাচের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে এসেছে। একটি ভিডিয়ো ক্লিপে নিক জোনাসকেও অনুষ্ঠানে গান গাইতে দেখা গেছে।
প্রিয়াঙ্কার নাচ
২০১১ সালে তাঁর ছবি '৭ খুন মাফ'-এর ‘ডার্লিং’ গান, ২০০৪ সালে শাহিদ কাপুরের 'দিল মাঙ্গে মোর'-এর টাইটেল ট্র্যাক, ২০০৯-এ শাহিদের সঙ্গে তাঁর ছবি 'কামিনে'র 'ধন তে নান', ২০০৪ সালে শাহিদের 'ব্রাইড অ্যান্ড প্রেজুডিস' ছবির' ‘বল্লে বল্লে’ সহ একাধি গানে নাচতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে।'
আরও পড়ুন-ঝুঁকে পড়ে ভাই-এর হবু বউ নীলমের ড্রেস ঠিক করলেন, পোজ দিতে শেখালেন প্রিয়াঙ্কা চোপড়া