২৪ সেপ্টেম্বর রাজকীয় বা বলা ভালো স্বপ্নের মতো সুন্দর পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। দীর্ঘদিনের বন্ধু তাঁরা। রবিবার সেই বন্ধুত্ব নতুন নাম পেল। সোমবার সকালেই বিয়ের ছবি পোস্ট করলেন অভিনেত্রী। লিখলেন একটা মিষ্টি বার্তাও। কিন্তু এত সবের মধ্যে দেখা মিলল না তাঁর জেঠতুতো 🎃দিদি প্রিয়াঙ𝔉্কা চোপড়াকে। প্রিয়াঙ্কা যদিও পরিণীতি রাঘবের বাগদানের অনুষ্ঠানে এসেছিলেন কিন্তু বিয়ে আসতে পারলেন না। আর এই কেনর উত্তরই সবাই এখন জানতে চাইছেন। আর সেই উত্তর দিলেন খোদ প্রিয়াঙ্কা চোপড়ার মা।
প্রিয়াঙ্কা চোপড়া না হলেও তাঁর মা মধু চোপড়া কিন্তু উপস্থিত ছিলেন পরিণীতির বিয়েতে। আর সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে তাঁকে এই বিয়ের বিষয়ে নানা কথা বলতে শোনা যাচ্ছে। তিনি যেম🍬ন একদিকে জানিয়েছেন যে রাঘব পরিণীতির বিয়েতে অতিথিদের থেকে কোনও উপহার নেওয়া হয়নি, তেমনই বলেছেন যে কেন তাঁর মেয়ে এই বিয়েতে আসতে পারেননি।
প্রিয়াঙ্কা কেন আসতে পারেননি পরিণীতির বিয়েতে?
আগেই আন্দাজ পাওয়া গিয়েছিল যে প্রিয়াঙ্কা চোপড়া হয়তো পরিণীতির বিয়🥀েতে আসতে পারবেন না। এবার সেই প্রসঙ্গেই কথা বললেন মধু চোপড়া। পাপারাৎজিরা যখন তাঁকে জিজ্ঞেস করেন যে প্রিয়াঙ্কা কেন এলেন না তখন তিনি বলেন, ' ও কাজ করছে।'
তবে প্রিয়াঙ্কা চোপড়ার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় তিনি এখন তাঁর সন্তান এবং বরের সঙ্গে বেশ ছুটির মুডে আছেন। তিনি একটি পুলের ছবಞির শেয়ার করেন সেখানে তাঁদের জলকেলি করতে দেখা যাচ্ছে। প্রসঙ্গত, নিক ব্রাদার্সদের এখন টানা কনসার্ট চলছে আমেরিকা জুড়ে সেই জন্যই পরিণীতির জামাইবাবু নিক আসতে পারলেন না বিয়েতে।
আরও পড়ুন: প্রিয়াঙ🐻্কার মতোই বিয়েতে লম্বা ওড়না ♑মাথায় পরিণীতি, থাকল বিশেষ বার্তা
আরও পড়ুন: 'ও মহুলের বাবার ▨থেকেও বেশি', বললেন বৈশাꩲখী, ডটার্স ডে'তে মেয়েকে কী বিশেষ উপহার দিলেন শোভন?