ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি তো দূর অস্ত পৃথিবীর কোনও প্রান্তের চলচ্চিত্র জগতেও এমন ঘটনা ঘটেনি, জানালেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর হাত ধরেই পর্দায় হাফ সেঞ্চুরি করে ফেলল প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে যোগ্য জুটির অন্যতম তাঁরা, এবার ‘অযোগ্য’ নিয়ে হাজির হচ্ছেন দুজ♎নে।
হ্যাঁ, এটাই দুজনের আসন্ন ছবির নাম। পরিচালকের ভূূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায়ꦯ। বুধবার শহর কলকাতার এক রেস্তোরাঁয় প্রকাশ্যে এল ছবির লোগো ও ফার্স্ট লুক পোস্টার। সাক্ষী থাকলেন ঋতুদি আর বুম্বাদা। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি, তবে এদিনের অনুষ্ঠানের বিশেষ অতিথি হ꧂িসাবে হাজির ছিলেন এসভিএফ-এর কর্ণধার শ্রীকান্ত মোহতা।
মাঝে ১৫ বছর কাজ করেননি একসঙ্গে। ‘প্রাক্তন’-এর হাত ধরে হয়ে𓆏ছিল তাঁদের ব্লকবাস্টার কামব্যাক। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে অভিনয় করেন তাঁরা। মাঝে কেটেছে প্রায় ৫ বছর। ২০২৪-এ পর্দায় ফিরছে এই জুটি।
ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং ইতিমধ্য💃েই সেরে ফেলেছেন পরিচালক। ফার্স্ট লুকে দেখা গেল পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়ে⛦ প্রসেনজিৎ-ঋতুপর্ণা। নায়িকার পরনে লাল রঙা শাড়ি, কালো হাফ শার্ট আর ডেনিমে টলিউড ইন্ডাস্ট্রি।
এদিনের সাংবাদিক বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন- 'আমাদের কাজ𒁏টা করতে খুব ভালো লেগেছে একসঙ্গে। শ্যুটিং প্রায় শেষ করে ফেলেছি। ঋতুর সঙ্গে এটা আমার মাত্র ৫০তম ছবি তো! সেই ভারটা বহন করার জন্য একটা কাঁধ খুঁজছিলাম, সেই কাℱঁধটা কৌশিকদার মধ্যে পেয়েছি। আমাদের জুটির ৫০তম ছবির ভারটা বহন করতে হবে তো! আশা করছি দর্শক এই ছবির জন্য অপেক্ষা করবে'।
ছবির গল্প ফাঁস করতে পরিচালক নিষেধ করেছে জানিয়ে দিলেন ঋতুপর্ণা। আর বললেন, ‘এইটুকুই বলব প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি নতুন একটা মিষ্ট্রি নিয়ে আসছে। দর্শক এই জুটিকে দেখতে অপেক্ষা করে থা✃কে, এত বছর ধরে এত ভালোবাসা দিয়েছে। আশা করছি এবারও হতাশ হবেন না’।
লোগো লঞ্চ অনুষ্ঠানে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বললেন, ‘আমার তো জানা নেই পৃথিবীর চলচ্চিত্র ইতিহাসে কোনও জুটি ৫০টা ছবি একসঙ্গে করেছে বলে।’ ছবির গল্প ভাঙতে না-রাজ পরিচালক। কিন্তু প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি শেষ দুই ছবিতে প্রেমের পাশাপাশি বিꦉচ্ছেদ-দূরত্ব ঘিরে ছিল দুজনকে। এবার কি বিরহের অবসান হবে? পরিচালক হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘প্রেম ছাড়া তো ছবি হবে না। দৃষ্টিকোণেও গভীর প্রেম ছিল। প্রেম একটা লিকুইডের মতো, কোন আধারে রাখা হবে সেটা জরুরি। এর বাটিটা একদম আলাদা’।
এ𝓡ই ছবির বেশিরভাগ শ্যুটিংই হয়েছে পুরীতে। পরিচালকের ছবি জুড়ে ‘পুরোপুরি রয়েছে পুরী’। এখনও ঠিক হয়নি ছবি মুক্তির তারিখ। তবে ২০২৪-এ এই ♛জুটিকে পর্দায় দেখতে মুখিয়ে থাকবে বাঙালি সিনেপ্রেমীরা তা বলাই যায়।