পুজোর দামামা বেজে গিয়েছে। বক্স অফিসে লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলার চার চারটি ছবিও। ইতিমধ্যেই প্রিবুকিং শুরু হয়ে গিয়েছে ছবিগুলোর। কিন্তু এখন কার অবস্থা কেমন? কার কটা ছবি হাউজফুল হল?
পুজোর ছবি
এবার পুজোয় চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে। রক্তবীজ, দশম অবতার, জঙ্গলে মিতিন মাসী এবং বাঘা যতীন আগামী ১৯ অক্টোবর রিলিজ করছে। বাঘা যতীন ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে দেবকে। তাঁর সঙ্গে থাকবেন সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, প্রমুখ। অরুণ রায় এই ছবি পরিচালনা করেছেন। অন্যদিকে দশম অবতারে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিটির সঙ্গে মুখোমুখি হবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের রক্তবীজ। এখানে আছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, প্রমুখ। এছাড়া অরিন্দম শীলের জঙ্গলে মিতিন মাসীও মুক্তি পাচ্ছে। নাম ভূমিকায় আছেন কোয়েল মল্লিক।
কার কটা শো হাউজফুল হল?
এখনও পর্যন্ত টলি বাংলা বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী সব থেকে বেশি শো হাউজফুল হয়েছে দশম অবতারের। এরপর আছে বাঘা যতীন। দশম অবতার ছবির ৮১টা শো হাউজফুল হয়েছে।
আরও পড়ুন: গাঁদা হাতে বৈশাখীকে প্রপোজ শোভনের! পুজোয় প্রেমিকের কোন ইচ্ছায় সম্মতি জানালেন তিনি?
আরও পড়ুন: 'অনেকদূর যাবে', ফলে গেল শঙ্কর মহাদেবনের ভবিষ্যদ্বাণী! ভারত-পাক ম্যাচে গাইলেন অরিজিতের সঙ্গে
দেবের বাঘা যতীন ছবিটির ৬৯ টা শো হাউজফুল আপাতত। অন্যদিকে ৫৭টা শো হাউজফুল হয়েছে রক্তবীজ ছবির আর ৪৭টা শো হাউজফুল হয়েছে জঙ্গলে মিতিন মাসী ছবির।
এখনও দিন দুয়েক বাকি ফলে সংখ্যাটা যে আরও বাড়বে সেটা বলাই বাহুল্য। এবারের পুজোর চারটি ছবি চারটি ফ্লেভারের। রক্তবীজ ছবিতে ধরা পড়বে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের কথা। দশম অবতার ছবিটি আদতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ২২ শে শ্রাবণ ছবির প্রিক্যুয়েল। এর সঙ্গে ভিঞ্চি দার ছোঁয়া আছে। বাঘা যতীন বলবে বীর বিপ্লবী বাঘা যতীনের কথা। জঙ্গলে মিতিন মাসী গল্পটি সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস থেকে বানানো হয়েছে।