বক্স অফিস কাঁপাচ্ছে 'পুষ্পা দ্যা রুল'। তবে শুধুই আল্লু অর্জুন নয়, এই মুহূর্তে চর্চায় রয়েছেন নায়িকা রশ্মিকা মন্দানাও। যদিও ছবি মুক্তির আগে থেকেই চর্চায় আল্লু-রশ্মিকার ‘পিলিংস’ গানটি। যেখানে বেশকিছু সাহসী দৃশ্য রয়েছে। আর এই কোরিওগ্রাফির জন্য একাংশের সমালোচনার মুখেও পড়তে হয়েছে ছবির নির্মাতাদের। যা দেখে অনেকেই বলেছেন এতো ‘পুরো ছাপরি!' আবার 'অশ্লীল' তকমাও জুটেছে। আর এবার এই গানের দৃশ্যায়ন নিয়েই মুখ খুললেন রশ্মিকা মন্দানা।
গানের দৃশ্যয়নের জন্য বেগ পেতে হয়েছিল রশ্মিকাকেও। নাচের স্টেপগুলির কথা শুনে শুরুতে নাকি তিনিও আঁতকে উঠেছিলেন। যে দৃশ্যগুলির শ্যুটিং তাঁর কাছেও অস্বস্তিকর ছিল বলেই জানিয়েছেন নায়িকা। ঠিক কী বলেছেন রশ্মিকা মন্দানা?
রশ্মিকা বলেন, ‘ছবি মুক্তির মাত্র কয়েকদিন আগে এই গানের শ্যুটিং হয়। মাত্র ৫দিনের মধ্যে এই গানের শ্যুট সেরেছিলাম। প্রথমে যখন গানের মহড়ার ভিডিয়ো দেখি আঁতকে উঠেছিলাম। মনে হয়েছিল এসব কী! আমি তো আকাশ থেকে পড়লাম, ভাবলাম আমায় আল্লু অর্জুন স্য়ারের কোলে উঠে নাচতে হবে!’
আরও পড়ুন-লোভনীয় সব খাবার! শ্রীময়ীকে নিজের হাতে বানিয়ে কী কী খাওয়ালেন কাঞ্চন
রশ্মিকা ফের বলেন, ‘আমাকে কেউ কোলে তুললে সত্যিই খুব ভয় হয়। আমি এসবে এক্কেবারেই স্বাচ্ছন্দ্য নই। দেখলাম গাটিতে পুরোটাই কোলে উঠে নাচতে হবে। তখন ভাবতে শুরু করি, আমি কীভাবে এটা করব! এরপর আমি নিজেকে বোঝাই, আর পরিচালক, সহ-অভিনেতার কাছে নিজেকে সমর্পন করে দি, কারণ আমাকে কাজটা করতেই হত। ঠিক করি ছবির জন্য যা যা প্রয়োজন সব করব। অবিশ্বাস করলে কাজ করা যায় না। আর আমি অভিনেতা, লোককে বিনোদন দেওয়াই আমার কাজ। এটাই আমার রুটিরুজি। তাই পরিচালক সন্তুষ্ট করতেই হত।’