ঐতিহ্য আর পরম্পরা মেনে এ বছরও গণেশ চতুর্থী পালন করেছে কাপুর পরিবার। ক্রিসমাস হোক বা গণপতি ꦰউৎসব, সেলিব্রেশনের দিনে পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন কাপুর পরিবারের তারকা সন্তানরাও। এইদিনও করিনা,করিশ্মা, রণবীরদের একফ্রেমে পাওয়া গেল।
মেয়ে রাহাকে নিয়ে গণেশের আর্শীবাদ নিতে পৌঁছেছিলেন রণবীর, কারিনা কাপুরও ছেলে তৈমুর ও জেহ-ক🍌ে নিয়ে বাপ্পার বন্দনা করলেন। রবিবার সন্ধ্যায় কাপ🍎ুরদের গণেশ পুজোর একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন করিশ্মা। লোলোর শেয়ার করা ছবিতে দেখা মিলেনি আলিয়ার।
কাপুর পরিবারের গণেশ চতুর্থী
প্রথম ছবিতে 💛কাপুর পরিবার একত্রিত হয়েছিলেন একটি গ্রুপ ছবির জন্য। রাহাকে কোলে নিয়ে রণধীর কাপুরের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রণবীরকে। এদিকে করিনা জেহকে কোলে নিয়ে বাঁ দিকে বসেছিলেন, তৈমুরের দেখা মিলল দাদু রণবীর কাপুরের কোলে। রণবীরের পিসি রিমা জৈন এবং তাঁর দুই পুত্র আধার ও আরমান জৈনও উপস্থিত ছিলেন এই সেলিব্রেশনে। দেখা মেলেনি নীতু কাপুরꦜের।
র🐠ণবীরের কোলে সবুজ রঙের সাবেকি পোশাকে নজরকাড়া রাহা। হালকা নীল কুর্তায় দাদা তৈমুরের সঙ্গে টুইনিং করতে দেখা গেল🔯 জেহ-কে। পোস্টের ক্যাপশনে করিশ্মা লিখেছেন, 'মোদক অ্যান্ড মেমোরিজ'।
আলিয়া ভাটের আসন্ন ছবি জিগরার মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর। ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী, সেই কারণেই হয়ত কাপুর খানদানের এই উৎসবে𝕴 গরহাজির তিনি।
আগে রণবীর কাপুর ও নীতু কাপুরকে তাদের বাড়ির কাছে পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে গণপতি বিসর্জন করতে দেখা যায়। এরপর বিসর্জনের জন্য প্রতিমা বি𓆉সর্জনের জন্য বিসর্জন দেওয়ার সময় মা-ছেলেকে হাতজোড় করে প্রার্থনা করতে দেখা যায়। তখনও পাশে ছিলেন না আলিয়া।
রণবী𒉰রকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ𝕴 রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে। এরপরে তিনি নীতেশ তিওয়ারির রামায়ণে অভিনয় করবেন যেখানে তিনি ভগবান রামের চরিত্রে অভিনয় করবেন। ছবিতে দেবী সীতার চরিত্রে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবী। অভিনেতা ২০২৫ সালের শেষের দিকে সন্দীপের অ্যানিম্যাল পার্কের জন্যও শুটিং করবেন বলে আশা করা হচ্ছে।