গত ১৭ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে উড়ে গཧিয়েছেন রাজ-শুভশ্রী। সঙ্গে ছিল ছেলে ইউভান। যাওয়ার সময় দমদম বিমানবন্দরে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, ‘লস অ্যাঞ্জেলেস যাচ্ছি। লস অ্যাঞ্জেলেস ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে বাবলি ও সন্তান দেখানো হবে। ১৯ এপ্রিল ছব💯ি দুটি ওখানে দেখানো হবে। সেজন্যই যাচ্ছি।’
রাজের কথা মতোই লস অ্যাঞ্জেলেসে শনিবারই দেখানো হয়েছে রাজ চ🦩ক্রবর্তীর এই দুটি ছবি। স♏েই চলচ্চিত্র উৎসব থেকেই রাজের সঙ্গে সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি পোস্ট করেছেন শুভশ্রী। সে ছবিতে অভিনেত্রী সৌরসেনী মৈত্র ও পরিচালক সুমন ঘোষকেও দেখা গিয়েছে।
যে ছবিতে শুভশ্রীকে লাল সার্টিন🃏ের শাড়ি আর রাজকে নীল পাঞ্জাবি ও লাল উত্তরীয় গায়ে দেখা যায়। অন্যদিকে সৌরসেনী মৈত্রকে অফ হোয়াইট রঙের শাড়ি ও সুমন ঘোষকে কালো পাঞ্জাবিতে দেখা গিয়েছে। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, লস 🔴অ্যাঞ্জেলেস ফিল্ম ফেস্টিভ্যাল সন্তান ও ববলি।
আরও পড়ুন-কপালে তিলক, পরনে ধুতি, স্ত্রী কোয়েলকে পাশে নিয়ে উজ্জয়িꦫনীর মহাকালেশ্বর মন্দিরে অরিজিৎ সিং