সম্প্রতি রাণা সরকারকে দেবের সঙ্গে ছবি ভাগ করতে দেখা গিয়েছে। তারপর থেকেই ফের শুরু হয়েছে তাঁদের পূর্ব ঘোষিত ছবি ধূমকেতু নিয়ে জল্পনা। দেবের সঙ্গে ছবি দেওয়ার পরই এদিন তিনি একটি ইঙ্গিতবহ ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখান দিয়েই প্রশ্ন উঠছে তবে কি তিনি এদিন ধূমকেতু কবে মুক্তি পাচ্ছে সেই ইঙ্গিত💛 দিলেন? হ্যাঁ একღেবারেই তাই। প্রকাশ্যে এল ধূমকেতুর মুক্তির দিন।
আরও পড়ুন: সারেগামাপ⛎ার দুই বিজয়ীর মধ্যে রয়েছে এক নিবিড় যোগ! জানেন দেয়🍬াশিনী-অতনু একই গুরুর ছাত্র, কে তিনি?
রাণার পোস্ট
এদিন রাণা সরকার তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন যেখানে তিনি কারও চ্যাটের একটি অংশ পোস্ট করেছেন। আর সেখানেই দেখা যাচ্ছে লেখা রয়েছে, '১৬ মে ছবিটা রিলিজ করব।' আর নিচে তিনি উত্তরে তথাস্তুর মতো দুই হাতের ইমোজি পাঠিয়েছেন। এই ছবিটি পোস্ট করে এদিন রানা ক্যাপশনে শাহরুখ খানের ছবির সংলাপ ধার করে লেখেন, 'সিট বেল্ট বেঁধে নিন।' সঙ্গে 'বুম'-ও লেখেন। এটা দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে তবে কি তিনি ধূমকেতু ছবিটি রিলিজের দিন ঘোষণা করলেন? নাকি অন্য কি𝄹ছুর? জানা গিয়েছে এই দিনেই মুক্তি পাবে ধূমকেতু।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এই বছরꦫই মুক্তি পাবে রানা সরকার প্রযোজিত এবং সৌরভ পালোধি পরিচালিত ছবি অঙ্ক কি কঠিন। সেই ছবিটিরও গরমের ছুটিতে আসার কথা। আর তার মাঝে তিনি দেবের সঙ্গেও ছবি পোস্ট করেছেন। ফলে প্রায় পরপর যে তাঁর দুই ছবি মুক্তি পাবে যে সেটা স্পষ্ট।
একই সঙ্গে এ൩ই খবর আসায় জানা গেল চলতি বছর দেবের তিনটি ছবি মুক্তি পাবে। মে মাসে আসবে ধূমকেতু। পুজোর সময় রঘু ডাকাত তো আছেই। প্রজাপতি ২-ও রয়েছে তাঁর পাইপলাইনে।
আরও পড়ুন: ময়ূরীর পর এবার নতুন শুরু 🍃দেয়াশিনীর! কনসার্ট আপডেট দিয়ে কী জানালেন সারেগামাপার এবারের বিজয়ꦦী?
ধূমকেতু প্রসঙ্গে
ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। অভিনেতাকে বহুবার বলতে শোনা গিয়েছে, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘ধূমকেতু’। ২০১৬ সালে শ্যুটিং হয়েছিল এই ছবির। কিন্তু নানা কারণে গত ৯ বছর ধরে মুক্তি পিছিয়ে যায় ক্রমাগ🐟ত। ৪ কোটি খরচ করে ‘ধূমকেতু’র শ্যুট করেছিলেন রাণা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি।সম্প্রতি রানা সরকারের সঙ্গেই একটি ছবি পোস্ট করে দেব লিখেছিলেন, ‘এমনি। এবার অন্তত ভালো কিছু আশা করা যাক’। এই ছবির বিষয়ে আপডেট দিয়ে রানা HT বাংলাকে জানিয়েছেন, 'আমি আর দেব চেষ্টা করছি ছবিটা রিলিজ করার। সব জানার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে।'