রাহা সবচেয়ে বেশি প্রশংসা পায় যখন সেই তাঁর বাবা রণবীরের কোলে থাকে। আর এবারও তাঁর ব্যতিক্রম নয়। বাবার কোলে থাকাকালীন রাহার একটি ছবি আবারও ভাইরাল।
বাবার কোলে রাহা
রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুর ইতিমধ্যেই সকলের মন যে শুধু চুরি করেছে তাই নয়, তার বাবা-মায়েরও সে একজন বড় প্রতিদ্বন্দী, তা বলাই যায়। ছোট্ট মেয়েটিকে ঘিরেই যত আলোকবৃত্ত। যতবারই সে ক্যামেররার সামনে এসেছে ততবার তাঁর নানা অদ্ভুত কাণ্ড, নানা মুখভঙ্গি আর হাসি দিয়ে সে সকলের মন জয় করেছে। তাই রাহার ভিডিয়ো বা ছবি প্রকাশ্যে এলেই মুহূর্তে তা হয় ভাইরাল। আর রাহা সবচেয়ে বেশি প্রশংসা পায় যখন সেই তাঁর বাবা রণবীরের কোলে থাকে। আর এবারও তাঁর ব্যতিক্রম নয়। বাবার কোলে থাকাকালীন রাহার একটি ছবি আবারও ভাইরাল।
ছবিতে রাহার পরনে ছিল একটি লাল পান্ডা টি- শার্ট, সঙ্গে একটি সুন্দর হাফ পনি করে মাথার চুল বাঁধা ছিল। অন্যদিকে, রণবীর পরেছিলেন কালো টি- শার্ট। তাঁর মাথায় ছিল ক্যাপ, একেবারে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছিলেন নায়ক।
ছোট্ট মেয়েটির মুখে তখন লেগেছিল বিরক্তির ভাব, আর নেটিজেনরাও তাঁকে এই অবতারে দেখতে বেশি পছন্দ করে। এতে ছোট্ট রাহাকে আরও মিষ্টি দেখায়। অনেকেই তাঁর মুখে সঙ্গে ছোটোবেলার আলিয়ার মুখের মিল খুঁজে পান। রাগি রাগি মুখে বাবার কোলে মিষ্টি রাহাকে দেখতে সকলেই খুব পছন্দ করেন। তাই তাঁর ছবি প্রকাশ্যে এলেই তাঁকে ভালোবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। আর এবারও তার ব্যতিক্রম নয়।