নীতীশ তিওয়ারির রামায়ণ নিয়ে উত্তেজনা উন্মাদনার শেষ নেই। সকলেই মুখিয়ে আছেন যে কবে মুক্তি পাবে এই ছবিটি। মাঝে মধ্যে রামায়ণের সেট থেকে এক আধটা ছবিও প্রকাশ্যে চলে আসছে। এবার জানা গেল মুক্তির আগে নতুন রেকর্ড গড়ল রামায়ণ। ভারতের সব থেকে ব্যয়বহুল তথা দামী ছবি হতে চলেছে এটি। জানেন মোট কত কোটি খরচ করে বানানো হয়েছে এটি?
কত খরচ করে বানানো হচ্ছে রামায়ণ?
রণবীর কাপুর, সাই পল্লবীকে দেখা যাবে রাম এবং সীতার ভূমিকায়। আর এই রামায়ণ কিনা ভারতের সবথেকে ব্যয়বহুল ছবি হতে চলেছে। কেন? কারণ এই প্রথম কোনও ভারতীয় ছবি ১০০ মিলিয়ন ডলার খরচ করে বানানো হচ্ছে। তাও এই খরচ হচ্ছে কেবল রামায়ণের পার্ট ওয়ান বানানোর জন্য।
আরও পড়ুন: সৃজিতের আগামী ছবি যেন নক্ষত্রের হাট! ঋত্বিক - পরম - কৌশিক সহ কারা বলছেন 'সত্যি বলে সত্যি কিছু নেই'?
বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সূত্রের তরফে জানানো হয়েছে রামায়ণকে বিশ্বমানের ছবি বানাতে কোনও ফাঁকি দিচ্ছেন না নির্মাতারা। ৮৩৫ কোটি টাকা খরচ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত রণবীর কাপুর অভিনীত ব্রহ্মাস্ত্র পার্ট ১ ছবিটি যা ২০২২ সালে মুক্তি পেয়েছিল সেটাও ৪৫০ কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল। এবার সেসব কিছুকে টপকে হিন্দি ছবির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক তৈরি করে ৮৩৫ কোটি খরচ করে বানানো হচ্ছে রামায়ণ। তবে ভারতে এর আগে ৫০০ কোটির বাজেটে একাধিক ছবি বানানো হয়েছে। আর এই ছবিগুলো হল কল্কি ২৮৯৮ এডি, আদিপুরুষ, আরআরআর।
জানা গিয়েছে ২০২৬ সালে মুক্তি পেতে পারে রামায়ণের পার্ট ১। শ্যুটিং হওয়ার পর ৬০০ দিন ধরে কেবল পোস্ট প্রোডাকশনের কাজ চলবে এই ছবির!
আরও পড়ুন: ২৬ কোটি ৭৬ লাখের কেবল বাড়ি! সোনা - হিরে - গাড়ি মিলিয়ে মোট কত সম্পত্তির মালিক কঙ্গনা?
আরও পড়ুন: 'হবি' নাকি 'হোবি'? অযোগ্যর প্রথম গান মুক্তি পেতেই শুরু জোর বিতর্ক, সাফাই দিয়ে কৌশিক বললেন...
রণবীর কাপুরকে শেষবার অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছিল। রামায়ণ ছাড়া তাঁকে আগামীতে আলিয়া এবং ভিকির সঙ্গে লাভ অ্যান্ড ওয়ার ছবিতে দেখা যাবে।