লোকসভা নির্বাচনের ফলাফল দেখে একের পর এক মিম, পোস্টের বন্যায় ভেসেছে সোশ্যাল মিডিয়া। আর তাতে গা ভাসালেন টলিউডের একাধিক অভিনেতারাও! কে কী লিখলেন?
লোকসভা ভোটের ফলাফল দেখে ঋদ্ধি-ঋত্বিকরা কে কী লিখলেন?
ঋত্বিক চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ। নানা বিষয়ে তিনি মজার ছলে নিজের মতামত রাখেন। এদিন তিনি বিজেপি এবং নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে একটি পোস্ট লেখেন। সেখানে অভিনেতা লেখেন, '১.সনাতন জ্বালাতন করে মারে রোজ। ২. সনাতন, ও সনাতন! একটু জিরো! ৩ সনাতন ভৃত্য। ৪.কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন।' যেহেতু বিজেপি তাদের প্রচারে বারবার সন্তান ধর্মের কথা তুলেছে তাই এই পোস্টে তিনি সেই কথাকেই কটাক্ষ করেছেন।
ঋদ্ধি সেন তো একাধিক পোস্ট করেছেন এদিন। এবার যেহেতু ভোটের আগেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করা হল। সেটা নিয়ে এত হইচই চলল। আর লোকসভা নির্বাচনে সেই কেন্দ্র থেকেই হারল বিজেপি তাই তিনি কটাক্ষ করে একটি পোস্টে লেখেন, 'পাল্টু রাম'। আরেকটি পোস্টে লেখেন, 'এ রাম, ফৈজাবাদ, অযোধ্যা।'
অনিন্দ্য চট্টোপাধ্যায় আবার জানান তিনি ভোটের ফলাফল নিয়ে তিনটি বেট লাগিয়েছিলেন। আর তিনটিতেই জিতেছেন তিনি। সেই বিষয়ে গাঁটছড়া খ্যাত অভিনেতা লেখেন, 'তিনটি বেট ছিল : ৩০০ না পেরোলে ২০০০ টাকা । ১৩-১৭ ওয়েস্ট বেঙ্গলে ১০০০ টাকা ( বাজে আন্ডার পারফর্মেন্স ) আর ০ তে ৫০০ টাকা । তিনটে ভিন্ন দলের সমর্থক আমাকে টোটাল ৩৫০০ টাকা দেবে।'
অরিত্র দত্ত বণিকও সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ। তিনি কাউকেই বিশেষ ছেড়ে কথা বলেন না। ভোটের পরদিন তিনি কটাক্ষ করে বসলেন অর্জুন সিংকে। এদিন অরিত্র তাঁর পোস্টে লেখেন, 'কাল এক সিনিয়র নির্বাচনী আধিকারিককে বলছিলাম আমার একটা প্রক্রিয়া সংশোধনের দাবী আছে সেটি দ্রুত প্রয়োজন, তিনি খুবই আগ্রহ নিয়ে আমাকে ডেকে বিষদে শুনতে চাইলেন, আমি বললাম, স্যার NOTA বলে যে অপশনটি দিচ্ছেন ওটায় একজন ব্যক্তি-মানুষকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিন। উনি বললেন এ আবার হয় নাকি? আমি বললাম স্যার হয় না সে তো আপনি কাগজের হিসেবে বলছেন কিন্তু আমি ব্যারাকপুরের সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী অর্জুন সিংহের কথা বলছিলাম, কেরিয়ারে সব চিহ্নে প্রতিনিধিত্ব করেছেন, তাকে একবার NOTA র প্রতিনিধিত্ব করতে দেওয়া হবে না, এটাতো খুবই নিষ্ঠুর কথা! সেই থেকে আধিকারিক আমার ওপর জোর ক্ষেপে আছে।'
আরও পড়ুন: ভোটের ফলাফল আগেই ভাইরাল শিলাজিতের ভিডিয়ো, দেবের প্রশংসায় বলেছিলেন, 'এরম রাজনীতিক আরও প্রয়োজন...'
কে কী বলছেন?
বহু মানুষ এই তারকাদের পোস্টে মন্তব্য করেছেন। অধিকাংশই মজার। এক ব্যক্তি লেখেন, 'তুমি গুরু পারো।' আরেকজন লেখেন, 'রাম বিজেপি কে ভোট দেয়নি।' তৃতীয়জন লেখেন, 'শেষ ৫০০ টাকাটা নিয়ে দেখ খালি কী হয়।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'যাকে নিয়ে বললে সে শুনলে তো বাড়িতে বোম মারবে।'