‘অপারেশন সিঁদুর’-এর পর বহু তারকাই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পোস্ট করেছেন। তবে টেলিপর্দার 'অনুপমা' রূপালী গঙ্গোপাধ্যায় প্রথম অভিনেত্রী যিনি কিনা 'বয়কট তুর্কি'র ডাক দিলেন। একই সঙ্গে আদমপুরে প্রধানমন্ত্রী নর🐷েন্দ্র মোদীর ভারতীয় বিমানবাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করা পোস্টটিও পুনরায় শেয়ার করে রূপালী লিখেছেন, ‘লাভ ইউ মোদীজি, জয় হিন্দ।’ এদিকে রূপালীর এই পোস্টে তাঁর সঙ্⛄গে সহমত হয়েছেন অনেকেই। আবার তাঁর কোনও মন্তব্যে বেশ মজাই পেয়েছে নেটপাড়া।
BoycottTurkey-র আহ্বান
এদিকে ꩵভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থনের কথা উল্লেখ করে ইতিমধ্যেই নেটপাড়ায় 'বয়কট তুর্কি'র ডাক উঠেছে। আর এই প্রসঙ্গে রূপালীই প্রথম তারকা যিনি নিজের পোস্টে ভারতীয়দের তুরস্কে বেড়াতে যাওয়ার বুকিং বাতিল করার আহ্বান করেছেন।
বাঙালি এই অভিনেত্রী নিজের X পোস্টে লিখেছেন, ‘আমরা কি দয়া করে তুরস্কের জন্য আমাদের সমস্ত ব💦ুকিং বাতিল করতে পারি? সমস্ত ভারতীয় সেলিব্রিটি/প্রভাবশালী/ভ্রমণকারীর কাছে এটা আমার অনুরোধ। ভারতীয় হিসেবে আমরা অন্তত এটাই করতে পারি। #BoycottTurkey।’