সলমন খান ৫৯ বছরে পা দিলেন। জন্মদিন উপলক্ষে তাঁর বেশ কয়েক বছরের বিশ্বস্ত দেহরক্ষী শেরা, অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করে ভাইজানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শেরার পোস্ট করা সেই ছবি সমাজমাধ্যের পাতায় প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
৫৯ বছরের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতি মধ্যরাতে উদযাপনে মেতেছিলেন ভাইজান। সেই উদযাপনের নানা ছবি ও ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। তবে এই সব ছবির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে সলমন খানের দেহরক্ষীর সঙ্গে তাঁর ছবি।
শেরা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনেতার সঙ্গে মধ্যরাতের উদযাপনের একটি ছবি শেয়ার করেছেন। কালো টি-শার্ট ও বাদামি রঙের জ্যাকেটে সলমনকে দেখা গিয়েছে ছবিতে। সলমনের কাঁধে হাত রেখে শেরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। ছবিটি পোস্ট করে শেরা ক্যাপশনে লেখেন, ‘মেরে মালিক কা জনমদিন হ্যায় (আমার মালিকের জন্মদিন)।’
আরও পড়ুন: ‘একদম ভালো লাগছে না প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে’! নায়িকাকে নিয়ে কেন এমন বললেন সোহম?
সলমন খানের মধ্যরাতের জন্মদিন উদযাপনে তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁর দুই ভাই অভিনেতা আরবাজ খান ও সোহেল খানকেও গাড়িতে আসতে দেখা গিয়েছে। আরবাজের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মেকআপ আর্টিস্ট শুরা খান। সম্প্রতি তাঁরা তাঁদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন।
আরও পড়ুন: ৪১-এও মেদহীন টানটান ফিগার! মাত্র ১০ দিনে ৫ কেজি ওজন কমিয়ে ছিলেন সুনিধি! কী কী ছিল গায়িকার ডায়েটে?
সাজিদ-ওয়াজিদ খ্যাত সঙ্গীত পরিচালক সাজিদ খানও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সলমনের জন্মদিন উদযাপনের একটি ঝলক শেয়ার করেছিলেন। সেই ভিডিয়োতে সলমতকে তাঁর ভাগ্নি আয়াত ও তাঁর বোন অর্পিতা খানের মেয়ে এবং অভিনেতা আয়ুষ শর্মাকে নিয়ে জন্মদিনের কেক কাটতে দেখা যায়।
কাজের সূত্রে, সলমনকে এরপর এ আর মুরুগাদোসের অ্যাকশন থ্রিলার ‘সিকান্দার’ ছবিতে দেখা যাবে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং রশ্মিকা মন্দনা অভিনীত 'সিকান্দার' আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সলমনের জন্মদিন উপলক্ষে নির্মাতারা ছবিটির টিজার প্রকাশ করার কথা জানিয়ে ছিলেন। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়ানের খবর প্রকাশ্যে আসতে তা একদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।
প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে জানানো হয়, ‘আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির প্রয়ানে আমরা দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে ’সিকান্দার'-এর টিজারের মুক্তি ২৮ ডিসেম্বর সকাল ১১টা বেজে ৭ মিনিটে করা হবে। এই শোকের সময়ে জাতির প্রতি আমাদের সমবেদনা রইল। ধন্যবাদ - #TeamSikandar।'