সলমন খান ৫৯ বছরে পা দিলেন। জন্মদিন উপলক্ষে তাঁর বেশ কয়েক বছরের বিশ্বস্ত দেহরক্ষী শেরা, অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করে ভাইজানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শেরার পোস্ট করা সেই ছবি সমাজমাধ্যের পাতায় প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
জন্মদিনে সলমনের সঙ্গে যা করলেন তাঁর দেহরক্ষী! ছবি প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়
সলমন খান ৫৯ বছরে পা দিলেন। জন্মদিন উপলক্ষে তাঁর বেশ কয়েক বছরের বিশ্বস্ত দেহরক্ষী শেরা, অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করে ভাইজানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শেরার পোস্ট করা সেই ছবি সমাজমাধ্যের পাতায় প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
৫৯ বছরের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতি মধ্যরাতে উদযাপনে মেতেছিলেন ভাইজান। সেই উদযাপনের নানা ছবি ও ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। তবে এই সব ছবির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে সলমন খানের দেহরক্ষীর সঙ্গে তাঁর ছবি।
শেরা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনেতার সঙ্গে মধ্যরাতের উদযাপনের একটি ছবি শেয়ার করেছেন। কালো টি-শার্ট ও বাদামি রঙের জ্যাকেটে সলমনকে দেখা গিয়েছে ছবিতে। সলমনের কাঁধে হাত রেখে শেরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। ছবিটি পোস্ট করে শেরা ক্যাপশনে লেখেন, ‘মেরে মালিক কা জনমদিন হ্যায় (আমার মালিকের জন্মদিন)।’
সলমন খানের মধ্যরাতের জন্মদিন উদযাপনে তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁর দুই ভাই অভিনেতা আরবাজ খান ও সোহেল খানকেও গাড়িতে আসতে দেখা গিয়েছে। আরবাজের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মেকআপ আর্টিস্ট শুরা খান। সম্প্রতি তাঁরা তাঁদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন।
সাজিদ-ওয়াজিদ খ্যাত সঙ্গীত পরিচালক সাজিদ খানও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সলমনের জন্মদিন উদযাপনের একটি ঝলক শেয়ার করেছিলেন। সেই ভিডিয়োতে সলমতকে তাঁর ভাগ্নি আয়াত ও তাঁর বোন অর্পিতা খানের মেয়ে এবং অভিনেতা আয়ুষ শর্মাকে নিয়ে জন্মদিনের কেক কাটতে দেখা যায়।