সম্প্রতি সোশ্যাল মিডিয়া❀য় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গে গানের তালে তালে নাচ করছেন সারা আলি খান। আসন্ন সিনেমা স্কাই ফোর্স-এর সেট থেকে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, সারা এবং বীর একটি বৌদ্ধ মন্দিরের সা𝓀মনে নাচ করছেন। সারা পরে রয়েছেন একটি অফ হোয়াইট শাড়ি এবং বীরের পরনে রয়েছে সাদা প্যান্ট এবং কালো ব্লেজার। শুধু বীর এবং সারা নন, তারকার যুগলের পেছনে আরও কয়েকজনকে দেখা যাচ্ছে নাচ করতে।
আরও পড়ুন: শাশুড়ির সঙ্গে সাঁই বাবার দুয়ারে ক্যাটরিনা, শিরডি গে🍸লেন ঝটিকা সফরে, রইল ভিডিয়ো
আরও পড়ুন: খোলা চুলে ঢেকেছে মুখ, কালো শাড়িতে 'জুন আন্টি' এব⛎া✱র 'মঞ্জুলিকা'! বড় চমক উষসীর
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দুষ্টু মিষ্টি কমেন্টে ভরে গেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, আপনাদের সঙ্গে তো ব্রেকআপ হয়ে গিয়েছিল। আবার একজন লিখেছেন, ইনি কে? চিনতেই পারলাম না। তৃতীয় একজন লিখেছেন, বেশ ভালই নাচ করছেন আপনারা। চতুর্༺থজন লিখেছেন, জাহ্নবী ও সারা তাহলে দুই জা! একজন বড় জা অন্যজন ছোট জা হবেন!
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই বীর পাহাড়িয়ার সঙ্গে সম♌্পর্ক ছিলেন সারা আলি খান। যদিও༺ মাঝে তাঁদের ব্রেকআপের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখনও তাঁরা সম্পর্কে রয়েছেন নাকি সত্যিই তাঁদের ব্রেকআপ হয়ে গিয়েছে, সেই বিষয়টি যদিও স্পষ্ট নয়। তবে এই ভিডিয়ো দেখে সোশ্যাল মিডিয়ায় নতুন করে সারা ও বীরের প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে।
একদিকে সারা বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন বলে শোনা যাচ্ছে, অন্যদিকে শ্রীদেবী কন্যা সম্পর্কে বীরের ভাই শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন। হ্যাঁ, শিখর এবং বীর দুই ভাই। তাই নেটিজেনরা বলছেন, দুই বেস্ট ফ্রেꦐন্ড তাহলে এবার দুই জা হতে চলেছেন?
আরও পড়ুন: বয়স ৮২, ফের একবার সা🔯তপাক ঘুরলেন জীতেন্দ্র, বাবার বিয়েতে 💖হাজির দুই ছেলেমেয়েও