সীমা সাজদা এবং সোহেল খান ১৯৯৮ সালে পালিয়ে বিয়ে করেন। যদিও ২০২২ সালে তাঁরা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। সম্প্রতি তিনি আবার প্রেমে পড়েছেন। কার? পুরোনো প্রেমিকಞ তথা বাগদান সেরেছিলেন যাঁর সঙ্গে সেই বিক্রম আহুজার সঙ্গে। ফ্যাবুলাস লাইফ ভার্সেস বলিউড ওয়াইভসের সাম্প্রতিকতম পর্বে সীমা জানিয়েছেন সোহেলকে ডিভোর্স দেওয়ার পর তিনি জীবনে অনেকটাই এগি💫য়ে গিয়েছেন এবং ফিরে গিয়েছেন তাঁর পুরোনো প্রেমিকের কাছে।
আরও পড়ুন: 'জীবন্ত কিংবদন্তি' শ্রেয়াকে খোলা চিঠি সোমকের! কলকাতা কনসার্টে বললেন, 'শহরে এখন আবহাওয়া পরিবর্তনেౠর সময়...'
তবে যতই বিচ্ছেদ হোক চলতি বছরের জুন মাসে ডিভোর্সের পর আবারও একসঙ্গে দেখা গিয়েছিল সোহেল খান এবং সীমা সাজদাকে। তাঁরা একত্রে তাদের ছেল🐽ের জন্য একটি পার্টি দিয়েছিলেন। সেখানেই তাঁদের দেখা গিয়েছিল। সেই পার্টির একটি ভিডিয়োতে তাঁদের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: ডায়াবিটিসের ওষুধে ওজন ঝরিয🤪়েছেন করণ? গুজব রটত༒েই বললেন, ‘ভালো খাওয়া - দাওয়া করে সুস্থ থাকি’
ফলে বোঝাই যাচ্ছে বিচ্ছেদ হলেও, যে যাঁরജ মতো জীবনে পথে এগিয়ে গেলেও তাঁদের মধ্যে সুসম্পর্ক বজায় আছে। এবং তাঁরা এ𓆏কসঙ্গে তাঁদের সন্তানদের মানুষ করছেন।
এই বিষয়ে🐭 বলে রাখা ভালো, কেবল সোহেল খান নন। তাঁর আরেক ভাই আরবাজ খানেরও সম্পর্ক ভেঙেছে। মালাইকা আরোরাকে ডিভোর্স দেওয়ার পর ২০২৩ সালে সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। যদিও তাঁরাও এখনও🍰 ভালো বন্ধু, এবং সন্তানকে মানুষ করছেন দুজন মিলে। এমনকি কিছুদিন আগে মালাইকার সৎ বাবা মারা গেলে সেখানে সপরিবারে গিয়ে প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন আরবাজ।