সোনি চ্যানেলে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক শ্রীমদ রামায়ণ। আর এদিন তারই প্রচার চলল ইন্ডিয়ান আইডলের মঞ্চে। প্রতিযোগীরা সকলে গাইলেন রামায়ণ🌼 সম্পর্কিত গান। সকলেই জানেন যে লঙ্কার রাজা রাবণ ছিলেন অত্যন্ত শিব ভক্ত। তাঁর চরিত্রকে এই মঞ্চে তুলে ধরার জন্য এদিন শিব স্তোত্র গেয়ে শোনান এবারের অন্যতম প্রতিযোগী শৈলেশ লোধ। তাঁর গানে মুগ্ধ হয়ে যান শ্রেয়া।
শৈলেশকে রাবণের সঙ্গে তুলনা শ্রেয়ার
রামায়ণ সম্পর্কিত বিশেষ পর্বে হিন্দি কবি সম্মেলনের মুখ এবং ইন্ডিয়ান আইডলের এবারের অন্যতম প্রতিযোগী শৈলেশ লোধ গাইলেন শিব স্তোত্র। প্রচণ্ড বিক্রম এবং গর্জনের সঙ্গে তিনি গানটি গান। এদিন তা🌌ঁর দাপট ছিল দেখার মতো। তিনি যেভাবে গানটি শুরু করেন সেটা শুনে এবং দেখে রীতিমত ছিটকে যান বিচারকরা। তারিফ করে ওঠেন শ্রেয়া ঘোষাল।
আরও পড়ুন: 'আমার সামনেই হস্তমৈꦏথুন করেন', ভিন ডিজে🤪লের নামে শ্লীলতাহানির অভিযোগ প্রাক্তন সহকারীর, ১৩ বছর পর করলেন কেস
আরও পড়ুন: নাম না করে জ্যাকলিনের বিরুদ্ধে অদেখা 🔯প্রমাণ পেশের হুমকি সুকেশের, বললেন, 'পৃথিবীর সত্যটা জানা উচিত♓'
শ্রেয়া ঘোষাল এদিন শৈলেশের প্রসংশা করে বলেন, 'বাপ রে বাপ! ঠিক যেন রাবণের সেই তেজ। সেই দাপট।' বাকি বিচারকরাও প্রসংশা করেন তাঁর। উঠে দাঁড়িয়ে তাঁরা সকলে হাততালি দেন ওঁর গান শুনে। সোনি চ্যা🎉নেলের তরফে এই প্রোমো প্রকাশ্যওে এনে লেখা হয়, ' হিন্দি কবি সম্মেলনের শান শৈলেশ লোধ রামায়ণের দুর্দান্ত কাহিনির খানিকটা রূপ যেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে তুলে ধরল।'
ইন্ডিয়ান আইডল প্রসঙ্গে
ইন্ডিয়ান আইডল সোনি চ্যানেলে প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয় রাত ৮ টা থেকে। এবারের এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন হুসেন কুয়াজেরওয়ালা। বিচারকের আসনে আছেন বিশাল দাদলানি, শ্রেয়া ঘোষাল এবং কুমার শানু। তাঁদের তিনজনকে মাঝে মধ্যেই মজা করত💜ে দেখা যায় শুটের মাঝে। এবা☂র একাধিক বাঙালি প্রতিযোগীও আছেন।