অক্ষয় কুমারের কেশরী চ্যাপ্টার ২ দেখ🥂ে তার পর্যালোচনা (রিভিউ) করলেন রাজনীতিবিদ শশী থারুর। আক্কির এই ছবি সম্পর্কে বলতে গিয়ে শশী থারুর বলেন, এটা ‘সুনির্মিত এবং সুপরিকল্পিত’একটি ছবি। তবে আবার একই সঙ্গে শশী থারুর সংবাদমাধ্য🐭মকে জানিয়েছেন, ‘সি শঙ্করন নায়ার হয়ে অক্ষয় কুমার ছবিতে বেশকিছু শব্দ ব্যবহার করেছেন, প্রকৃতপক্ষ তিনি কখনওই ব্যবহার করতেন না।’ শশী থারুরের কথায়, ‘এই ছবির টিম ঐতিহাসিক তথ্যের সঙ্গে কিছু স্বাধীনভাবে কিছু বিষয়ও এনেছে।’
কেশরী চ্যাপ্টার ২-এর প্রশংসায় শশী থারুর
শশী থারুর কেশরী চ্যাপ্টার ২ ছবিটিকে মনোমুগ্ধকর বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 'আমার মনে হয়েছে এই ছবিটি সুনির্মিত, সুপরিকল্পিত একটি ছবি। এখানে ঐতিহাসিক তথ্যের সঙ্গে কিছু স্বা꧑ধীনতার প্রয়োজন ছিল, আর সেটা ছবির শুরুতেই বলা হয়েছে যে এটা কাল্পনিক। তবে এটা যা করেছে তা হল প্রতিরোধের চেতনাকে ধরে রেখেছে, বিশেষ করে ব্রিটিশদের আদালত ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। আপনি🅷 শেষ পর্যন্ত জিততে পারবেন না, তবে আবার দুঃখের বিষয় হল আমরা জালিয়ানওয়ালাবাগ-এর ২৮ বছর পর স্বাধীনতা পেয়েছিলাম। তবে এই ছবি সেই বার্তাটি দুর্দান্তভাবে দিয়েছে।'
ছবির নির্মাণের প্রশংসা করে শশী থারু𒐪র বলেন, ‘আমাকে বলতেই হবে, যে এটা একটা খুব উচ্চ-মানের নির্মাণ। অভিনয়, পরিচালনা, গল্প উন্মোচনের ধরণ, সবকিছুই খুব আকর্ষণীয় ছিল। কোনও একটা মুহূর্তও ঝিমিয়ে পড়েছে বলে মনে হয়নি। আমি চিন্তিত ছিলাম যে অনেক মানুষের কাছে, শুধুমাত্র আদালতের দৃশ্য 🀅দেখা এত আকর্ষণীয় নাও হতে পারে।। তবে যেভাবে গল্পটি তুলে ধরা হয়েছে, আমি মনে করি এক সেকেন্ডের জন্যও চোখ ফেরানো অসম্ভব ছিল, ছবিটি ভীষণভাবেই সফল।’
'সি শঙ্করন নায়ার একজন নীতিবান মানুষ'
শশী সি শঙ্করন নায়ারের প্রশংসা করেছেন, ছবি যে ভূমিকায় অক্ষয়কে অভিনয় করতে দেখা গিয়েছে। তিনি বলেন, 'তিনি (সি শঙ্করন নায়ার) একজন সাহসী, নীতিবান এবং সৎ মানুষ ছিলেন। অক্ষয় কুমার শঙ্করান নায়ার হিসাবে যে শব্দ ব্যবহার করেছেন, বিশেষ করে চার অক্ষরের যে একটি শব্দ, সেটা প্রকৃতপক্ষে শঙ্করন না💞য়ার কখনওই ব্যবহার করতেন না। আমি নিশ্চিতভাবে বলতে পারি, যে চেতনা, বার্তা, যে চতুরতার সঙ্গে দেওয়া হয়েছে তা অত্যন্ত চমৎকার।'
'ছবির শেষে, পর্দায় যে বিষয়টি তুলে ♐ধরেছে যে ব্রিটিশরা যা কখনওই♛ করেনি আর সেটা হল Sorry বলা।' শশী সিনেপ্রেমী দর্শককে ছবিটি দেখার আহ্বান করেন। এমনকি বলেছেন, এই ছবি ইংরেজদেরও দেখা উচিত। শশীর কথায় 'তাঁদের এই ছবিটি দেখতে দিন'।
কেশরী চ্যাপ্টার ২
প্রসঙ্গত করণ সিং ত্যাগী পরিচালিত, কেশরী চ্যাপ্টার ২ রঘু পালট এবং পুষ্প পালটের লেখা 'দ্য কেস দ্যাট শক দ্য এম্পায়ার' এর উপর ভিত্তি করে তৈরি। ছবিতে অক্ষয় কুমার আইনজীবী সি শঙ্করন নায়ারের জীবন এবং ১৯১৯ সালের জালিয়ান🅺ওয়ালাবাগ হত্যাকাণ্ডের কাহিনী তুলে ধরেছেন। এতে ব্রিটিশ আইনজীবী নেভিল ম্যাককিনলির ভূমিকায় আর মাধবন এবং নায়ারের সহকারী দিলরিত গিলের ভূমিকায় অনন্যা পাণ্ডꦛে অভিনয় করেছেন।