২০২৩ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় ‘ভাঙ্গি’ শব্দটি বඣ্যবহার করেছিলেন শিল্পা শেট্টি। এই শব্দটি বাল্মিকী সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ করা হয় নায়িকার বিরুদ্ধে। শিল্পার বিরুদ্ধে করা হয় FIR। অবশেষে ১১ বছর প🍎র সেই এফআইআর প্রত্যাহার করে নেয় রাজস্থান হাইকোর্ট।
জানা গেছে, রাজস্থান হাইকোর্টের আইনজ♐ীবী প্রশান্ত পাটিল এবং রাজ্যের আইনজীবীর সমস্ত যুক্তিসোনার পর ২২/১২/২০১৭ তারিখ কোতোয়ালি চুরু﷽ থানায় দায়ের করা এফআইআর নম্বর ২৫৮/২০১৭ বাতিল করে দেওয়া হয়েছে, আইপিসি ১৫৩ (এ) ধারা এবং ধারার অধীনে অভিযুক্ত অপরাধের জন্য।
(আরও পড়ুন: ৮ বছরের ছোট বিশালকে গোপনে বিয়ে করেছেন ౠদু-বার ডিভ🌞োর্সি শ্বেতা? ঘনিষ্ঠতা নিয়ে জবাব ‘ছেলে’র)
(আরও পড়ুন: হিটের পর হিট, তবুও বছরে কেন একটি করেই ছবি করেন শ্রদ্ধ𒈔া? বললেন...)
২০১৩ সালে অশোক পানওয়ার কর্তৃক এই অভিযোগটি দায়ের করা হয়েছিল পুলিশের কাছে। সলমান খান এবং শিল্পা শেট্টির কথোপকথনের সময় নায়িকা ‘ভাঙ্গি’ শব্দটি ব্যবহার করেছিলেন, 🥀যা ༺বাল্মিকী সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করেছিল বলে অভিযোগ করা হয়েছিল সেই সময়। এই অভিযোগের ভিত্তিতে এফ আই আর নথিভুক্ত করা হয়েছিল এবং তদন্ত শুরু হয়েছিল।
আদালতে শিল্পা শেট্টির আইনজীবী প্রশান্ত পাটেল বলেন, ‘২০১৩ সালে যে কথাটি অভিনেত্রী বলেছিলেন, এই কথার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ করা হয়েছিল, সেটি করা হয়েছিল ২২/১২/২০১৭ সা🍃লে। হিসেব করলে বোঝা যাবে, প্রায় তিন বছর পর অভিযোগ দায়ের করা হয়েছিল যা একেবারেই যুক্তিহীন।’
(আরও পড়ুন: ১৬ কোটির দোরগোড়ꦐায় বহুরূপী, তাও 'দুঃখিত' শিবপ্রসাদ! বললেন, 'ছবিটা আরও অনেকটা যেত, কিন্তু...')
(আরও পড়ুন: সার🎃া থেকে অনন্যা, তারা: প্রেমিকাময় রঙিন জীবন কার্তিকের! ৩৪ বছরেই নাম জড়িয়েছꦆে কোন অভিনেত্রীদের সঙ্গে?)
পাটেল আরও বলেন, ‘২০১৩ সালে যে অপরাধ করা হয়েছিল তার অভিযোগ করা হয় ২০১৭ সালে 3(1)(r)(u),ibid ধারার অধীনে। ২০১৩ সালে এই ধারা প্রচলিত ছিল না তাই ২০১৭ সালের এই ধারার অধীনে ❀কিছুতেই অভিনেত্রীকে শাস্তি দেওয়া সম্ভব নয়।’ অভিনেত্রীর আইনজীবীর এই বক্তব্যের উপর ভিত্তি করে শিল্পার ওপর থাকা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেয় রাজস্থান আদালত।