২০২৫ সালের মাতৃদিবস ভীষণ স্পেশাল সিদ্ধার্থ মালহোত্রার কাছে। এই বছর শুধুমাত্র নিজের মা নয়, শাশুড়িকেও মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিন𒐪ি। বাদ দেননি▨ স্ত্রীকেও।
রবিবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিদ্ধার্থ মাতৃদিবস উপলক্ষে একটি পোস্ট করেছেন যেখানে প্রথম সাদাকালো ছবিতে মায়ের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় অভিনেতাকে। দ্বিতীয় ছবিতে স্ত্রী এবং শাশুড়ির সঙ্গে ভিডিয়ো কল করতে দেꦺখা যায় সিদ্ধার্থ ও তাঁর মাকে।
আরও পড়ুন: 'আমার ভাই আমাকে...', ℱজম্মু থেকে ভাইয়ের পাঠানো কোন ভিডিয়ো পোস্ট করলেন অনুপম🅰?
আরও পড়ুন: যুদ্ধের🌱 আবহে বাবাকে নিয়ে চিন্তিত, জম্মুর বাড়িতে কেমন আছেন সময় রায়নার বাবা?
তৃতীয় ছবিটি সত্যি💯 ভীষণ স্পেশাল কারণ তৃতীয় ছ💯বিতে একসঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছেন তিন মা। একদিকে সিদ্ধার্থের নিজের মা, অন্যদিকে শাশুড়ি মা এবং মাঝখানে হবু মা কিয়ারা।
ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে সিদ্ধার্থ লিখেছেন, ‘ভালোবাসি মা। সবকিছু তোমার সঙ্ꦑগে শুরু হয়, কিন্তু এই মা দিবস একটু বেশি স্পেশাল মনে হচ্ছে। এই মা দিবস শুধু মায়েদের জন্য নয়, তার জন্যও স্পেশাল, যে আর কিছুদিনের মধ্যে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে। আমার মা, আমার শাশুড়ি এবং মা হওয়ার যাত্রা নতুন সদস্য। শুভ মা দিবস।’
প্রসঙ্গত, গত সপ্তাহে ২০২৫ মেট গালা অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটতে দেখা যায় কিয়ারাকে। বেবি🌠 বাম্প নিয়ে রেড কার্পেটে হেঁটে রেকর্ড গড়েন তিনি। অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও স্ত্রীকে সঙ্গ দেওয়ার জন্য নিউইয়র্কে গিয়েছিলেন সিদ্ধার্থ। প্রতি মুহূর্তে স্ত্রীকে আগলে রাখতে দেখা যায় অভিনেতাকে।
আরও পড়ুন: পাল্টা আঘাতꦦ হানায় ভারতের নিন্দে! ফাওয়াদকে 💫কটাক্ষ রূপালির, মাহিরাকে কী বললেন অবিনাশ মিশ্র?
আরও পড়ুন: শুরুতেই শ্রীদেবীর স🥂ঙ্গে অভিনয়, তাও কেন বলি দুন♍িয়া থেকে হারিয়ে গেলেন এই অভিনেতা?
উল্লেখ্য, ২০২১ সালে ‘শেরশাহ’ ছবির সেটে ☂একসঙ্গে অভিনয় করতে করতে প্রেমের বন্ধনে আবদ্ধ হন কিয়ারা ও সিদ্ধার্থ। ২০২৩ সালে রাজস্থানের জয়সলমেরে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। চলতি বছর ফেব্রুয়ারি মাসে একটি পোষ্টের মাধ্যমে গর্ভাবস্থার কথা সকলের সামনে নিয়ে আসেন এই দম্পতি।