জি বাংলায় সদ্য শুরু হয়েছে মিত্তির বাড়ি ধারাবাহিক। নতুন গল্প নিয়ে যতটা না উৎসাহ সকলর, তার থেকেও বেশি চর্চায় এই মেগা কারণ আদৃত রায় ফিরে আসছেন ছোট পর্দায়। দেড় বছর লম্বা বিরতির পর ছোট পর্দা দিয়েই ফিরলেন তিনি। মাঝে অবশ্য পাগল প্রেমীꦏ নামে একটি সিনেমার শ্যুট করেন তিনি। যা এসভিএফর প্রয𓂃োজনায় তৈরি হয়। তবে শ্যুট ও পোস্ট প্রোডাশনের কাজ শেষ হলেও, ছবিটি আজও অজানা কারণে মুক্তি পায়নি।
সম্প্রতি দিদি নম্বর ১-এ এসেছিলেন টিম মিত্তির বাড়ি। সেখানেই ধারাবাহিকের অভিনেত্রী সোনালী চৌধুরীর রয়েছেন বেশ গুরুত্বপূর্ণ একটা চরিত্রে। নতুন কাজের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে, সোনালী জানান, তিনি এই ধারাবাহিক নিয়ে উত্তেজিত কারণ অবশ্য꧙ই এর গল্প। আরও একটা বিশেষ কারণ রয়েছে, আর সেটা হল আদৃত খোদ।
আরও পড়ুন: ‘আগের মতো সুন্দর লা🅷গছিল ⛄না…’! কেন শাশুড়ির সঙ্গে এখন আর ছবি দেন না, খোলসা ঐশ্বর্যর বউদির
রচনা বন্দ্যোপাধ্যায়কে সোনালি বললেন, ‘আমি যখন মিঠাই দেখতাম, আমার💖 ওকে ভীষণ ভালো লাগত। মনে হত যে ইস আমাদের সময় কেন এরকম একটা হিরো আসেনি। তাহলে বেশ কাজ করতাম একসঙ্গে।’
তবে কাজ করতে গিয়ে আরও বেশি ভালো লেগে গিয়েছে আদৃতকে, তা জানাতেও ভুললেন না সোনালী। বললেন, ‘কিন্তু তার থেকে যেটা আমার কাজ করতে ♉গিয়ে ভালো লেগেছে, ওকে তো এতদিন পর্দায় দেখেছি, তার একটা ভালোলাগা ছিলই। কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম ও সত্যিই…’! পাশ থেকে পারিজাত বলে ওঠেন, ‘মানুষ হিসেবে খুব ভালো’। সোনালি নিজের বক্তব্য জারি রেখেই বলেন, ‘খুব ভালো মানুষ। এত সুন্দর ব্যবহার, ওর কাছ থেকে�� অনেককিছু শেখার আছে। ’
মিত্তির বাড়ি ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে আদৃত রায় ও পারিজাত চৌধুরীকে🔯 মুখ্য চরিত্রে। এই ধারাবাহিকে আদৃতের মা হিসাবেই দেখা যাবে সোনালীকে। শঙ্কর চক্রবর্তীর বিপরীতে তিনি। আর ধারাবাহিকে আদৃত রায় ধ্রুব নমে এক আইনজীবীর চরিত্রে।
এদিকে আদৃত আর পারিজাতের জুটি নিয়ে অনলাইনে ট্রোল করতে শুরু করেছেন কিছু মিঠাই-ভক্ত। এমনকী, পারিজাতেরও অনবরত তুলনা উঠছে সৌমিতৃষার সঙ্গে। এখন দেখার টিআরপ🔜ি-তে ভালো ফল করে, নিন্দুকদের মুখে ছাই দিতে পারে নাকি আদৃত-পারিজাতের জুটি।