স্মিতা প্রকাশের পডকাস্ট শো-তে পরবর্তী অতিথি হিসেবে দেখা মিলবে অভিনেতা সোনু সুদের। সংবাদ সংস্থা এএনআই তাদের সিরিজ থেকে আসন্﷽ন পর্বের একটি ছোট টিজার প্রকাশ করেছে। যেখানে সোনুকে বলতে শোনা যাচ্ছে কেন তিনি
প্রথমে দাবাং (২০১০) সিনেমাটি প্রত্যাখ্যান করেছিলেন এবং পরে তার খলনায়ক চরিত্র ছেদি সিং-এর কিছু পরিবর্তনের পরে বোর্ডে আসেন। এখানেই স💛োনুকে সেটে সলমনের সঙ্গে দ্বন্দ্ব সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল।
সোনুকে প্রশ্ন করতে দেখা যাচ্ছে, ‘তুমি জানতে সলমনের সঙ্গে কাজ করলে ফ্রেমটা ওর উপরেই ফোকাসড থাকবে। কখনও কি ইগো ক্ল🦩্যাশ করেছে?’ যাতে এই ‘গরীবের মসিহা’র সাফ জবাব, ‘আমার একটাই চাহিদা। হতে পারে আপনি ২১ সিন পেলেন। কিন্চু আমিও ১৯ সিন দিয়ে দুর্দান্ত কাজ করব।’
দাবাং নিয়ে সোনু আরও জানান, ‘দাবাং-এর একাধিক দৃশ্য আমি লিখেছি। আমিই বদলানোর কথা বলেছিলাম। প্রথমে ওটা খুব অহংকারী, এবং আক্রমণাত্মক ধরনের চরিত্র ছিল। যা আমার পছন্দ হয়নি। তাই সিনেমাটি প্রত্যাখ্যান করি। পরে চরিত্রতিকে একটু মজার ও হালকা করেছিলাꦫম স্ত্রিপ্টে বদল এনে। ’
সোনু এদিন তাঁর রাডজনীতিতে যোগ নিয়েও কথা বলেন। বিজেপির বলা কথা ‘তাঁকে প্রস্তুত করার’-এ অভিনেতা বলে ওঠেন তাঁকে তাকে রাজ্যসভার আসন, উপ-মুখ্যমন্ত্রী-সহ নানা অফার দেওয়া হয়েছে। তবে এগুলোর কোনওটাই তাঁকে উত্তেজু👍িত করে না। সোনুর কথায়, ‘আমি আমার নিজস্ব নিয়ম তৈরির চেষ্টা করব’
অভিনেতা 2004 সালে ‘শহীদ-ই-আজম’ দিয়ে বলিউডে তার কর্মজীবন শুরু করেন এবং যুব (২০০৪), আশিক বানায়া আপনে (২০০৫), যোধা আকবর (২০০৮), সিং ইজ কিং (২০০৮) এবং আরও অনেক কিছুতে অভিনয় করেন। তার সেরা কাজ দাবাং। তাকে শেষ দেখা💙 গিয়েছে সম্রাট পৃথ্বীরাজ ছবিতে। তিনি এমটিভি রোডিজ- সিজন ১৮-তে হোস্টও করেছিলেন। এরপর সোনুকে দেখা যাবে ‘ফতেহ’ সিনেমায়।