স্টার জলসা বলুন বা জি বাংলা সর্বত্রই পুরনো সিরিয়াল ফিরছে। রমꦕরমিয়ে সেগুলো চলছে আবার। ঠিক তেমন ভাবেই স্টার জলসার পর্দা এবং ইউটিউবে ফিরে এসেছে ঋতুপর্ণ ঘোষ সঞ্চালিত শো ঘোষ অ্যান্ড কোম্পানি। আর এই অনুষ্ঠানেই একবার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায💖়। সেখানেই দাদা তাঁর বেটার হাফের নাচ নিয়ে কথা বলেন।
ডোনার নাচ নিয়ে কী বললেন সৌরভ?
এদিন সোশ্যাল মিডিয়ায় ঘোষ অ্যান্ড কোম্পানির এই বিশেষ পর্বের একটি ক্লিপ ভ🌄াইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সৌরভ এবং ডোনা নাচ নিয়ে কথা বলছেন। ভিডিয়োর শুরুতেই ডোনা গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'খুব একটা খেলাধূলা করতাম না। একটু হকি খেলতাম, একটু সুইমিং করতাম। নাচ গান নিয়েই বড় হয়েছি।'
আরও পড়ুন: হীরামান্ডির গল্পেꦫ বু♈ঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা বানসালি?
সৌরভ পত্নীর এই কথা শুনেই ঋতুপর্ণ তাঁকে জিজ্ঞেস করেন, 'তোর নাচ শেখাতার ইন্টারেস্ট কবে থেকে গ্রো করল?' এই শোয়ের সঞ্চালক তথা বিখ্যাত পরিচালকের এই প্রশ্নের জবাব স্ত্রী দেওয়ার আগেই সৌর🍃ভ নিজেই দিয়ে 💫দেন। বলেন, 'যখন দেখল হকিতে আর কিছু করে উঠতে পারবে না।'
প্র𒐪সঙ্গত এই শোতেই সৌরভ জানিয়েছেন তিন🐲ি একেবারেই ডোনার শো দেখতে যান না। তবে ভিড়ের মধ্যে পড়বেন বলে নয়। তিনি ওই সময়টা নিজের মতো বাড়িতে কাটাতে চান বলেই।
কে কী বলছেন?
এই ভিডিয়ো পোস্ট হতেই নিমেষে🅷 ভাইরাল হয়ে গিয়েছে। কেউ কেউ বেশ মজা পেয়েছে সৌরভের এই উত্তর শুনে। কারও মতে মজা করে হলেও সৌরভ আদতে এতে তাঁর স্ত্রীকেই খাটো করেছেন। তবে যতই বিতর্ক থাক সদ্য শেষ হওয়া দাদাগিরি ১০ এও দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় মাঝ꧟ে মধ্যেই তাঁর স্ত্রী, মেয়ে, পরিবার নিয়ে কথা বলেছেন। কখনও নিজে থেকে, কখনও আবার প্রতিযোগীদের প্রশ্নে।