সদ্যই শুরু হল স্টার জলসার নতুন ধারাবাহিক লাভ বিয়ে আজকাল। পঞ্চমীকে সরিয়ে তার জায়গায় এল এই ধারাবাহিক। এবার আরও একটি নতুন ধারাবাহিক, তোমাদের রাণী স্লট পেল। আর একই সঙ্গে কপাল পুড়ল গুড্ডির।
এক মেয়ের থুড়ি এক স্ত্রীর নাকি এক মায়ের ডাক্তার হওয়ার গল্প। রাণী যেমন তার স্বামীর ভালোবাসা চায়, তেমনই সে মাতৃত্বের স্বাদ পেতে চায়, আবার এই দুটোর জন্য নিজের ডাক্তার হওয়ার স্বপ্নকে বিসর্জন দিতে চায় না। নিজের লড়াই থেকে জেদের গল্প বলতেই রাণী আসছে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে। এবার এল সম্প্রচারের সময়।
আগামী ৮ সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হবে এই নতুন ধারাবাহিকের। প্রতিদিন সন্ধ্যা ৬ টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক। তবে এতদিন সন্ধ্যা ৬ টায় যে রামপ্রসাদ সম্প্রচারিত হতো। তবে কি সেটা শেষ হয়ে যাচ্ছে?
না, রামপ্রসাদ শেষ হচ্ছে না কেবল সময় বদলে যাচ্ছে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে রামপ্রসাদ। হ্যাঁ, রামপ্রসাদ শেষ হচ্ছে না। পথ চলা থামছে গুড্ডি ধারাবাহিকের।
আরও পড়ুন: সংসার সন্তান সামলে ডাক্তার হতে চায় রাণী, পারবে?