রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্💧গোপাধ্যায়ের দুই সন্তানই নেটপাড়ার হট ফেভারিট। ইউভানের বয়স এখন সাড়ে চার, আর ইয়ালিনি আড়াই বছরের হল সদ্য। পিঠাপিঠি দুই ভাইবোন হলেও, দাদা কিন্তু বেশ যত্ন নেয় বোনের।
মাতৃ দিবসের সকালে ইউভান আর ইয়ালিনির মিষ্টি ভিডিয়ো শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যেখানে দেখা গেল, খাবার টেবিলের দুই প্রান্তে বসে রয়েছে ইউভান আর ইয়ালিনি। দুজনর সামনেই সাজানো নাꦗনা ধরনের খাবার।
ইয়ালিনির পꦬ্লেটে মূলত ফল, কিউয়ি, ড্রাগন ফ্রুট ছোট ছোট করে কাটা। আর চামচ দিয়ে সেগুলো মুখে ঢোকানোর চেষ্টা চালাচ্ছে খুদে। খুব সুন্দর করে গেঁথেছে কাঁটা চামচে। মাঝে আবার বোনুকে একটু শাসন করে নেয় ইউভান। বলে ওঠে, ‘দেখো চুলে লাগাচ্ছে…’!
আর রবিবার ইউভানের ব্রেকফাস্টে স্যান্ডুইচ, বার্গার আর সঙ্গে ফল। শ🎃ুভশ্রী ইউভানকে পꦦ্রশ্ন করেন, ‘আজকে কিন্তু মাদার্স ডে! জানো তুমি?’ যদিও রাজ-পুত্রের মন তখন খাবারে। আর মাতৃ দিবসের বিশেষত্ব বোঝার মতো বয়সও যে হয়নি এখনও তার! মিষ্টি এই ভিডিয়ো মন কেড়ে নিল নেটপাড়ার।
শ্যুটিং আর মাতৃত্ব, দুটোই সুন্দরভাবে সামলাচ্ছেন শুভশ্রী প্রথম থেকে। অভিনেত্রীর ইনস্টগ্রাম বায়োতেও লেখা থাকে ‘প্রউড মাম্মা’। কাজ না থাক𝔉লে, নিজের পুরো সময়টা কাটান দুই সন্তানের সঙ্গে। তাঁদের খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, পড়তে বসানো, খেলা করা, সবটা করেন নিজেই।